এভেলিন লক্ষ্মী শর্মা

এভেলিন লক্ষ্মী শর্মা (হিন্দি: एवलिन शर्मा) (জন্ম: জুলাই ২২) একজন জার্মান-ভারতীয় মডেল এবং অভিনেত্রী।[1] ২০০৬ সালে টার্ন লেফ্ট ব্রিটিশ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে উপস্থিতির মাধ্যমে তার চলচ্চিত্র কর্মজীবনের শুরু।[2] ২০১২ সালে, ফ্রম সিডনি উইথ লাভ ভারতীয় চলচ্চিত্রে লুবাইনা স্নাইডার চরিত্রে অভিনয়ের মাধ্যমে শর্মা বলিউডে তার অভিষেক ঘটান।[3] পরবর্তী বছর গুলোতে তিনি বিভিন্ন ব্যাবসাসফল বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। এগুলোর মধ্যে রয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, নটাঙ্কি শালা এবং ইসক্‌[4] ২০১৪ সালে, তিনি জেনেট ডি'সুজা চরিত্রে অভিনয় করেন ইয়ারিআন চলচ্চিত্রে।[5]

এভেলিন লক্ষ্মী শর্মা
एवलिन शर्मा
এভেলিন শর্মা ২০১৭ সালে
জন্ম
এভেলিন লক্ষ্মী শর্মা

জুলাই ১২
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
জাতীয়তাভারত
পেশামডেল, অভিনেত্রী
কার্যকাল২০১২-বর্তমান
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)

প্রাথমিক জীবন

শর্মা ফ্রাঙ্কফুর্ট জার্মানিতে জন্ম নেন। তিনি যুক্তরাজ্যে ব্যাবসায় এবং কসমেটিক ব্যান্ড বিষয়ে অধ্যয়ন করছেন। পরবর্তীতে তিনি ভারতে চলে আসেন এবং বলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ভারতীয় ল্যানজারি ব্যান্ড বডিকেয়ার-এর মডেল হিসেবে কাজ করছেন।

চলচ্চিত্র তালিকা

সূত্র
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে
বছর চলচ্চিত্র চরিত্র ভাষা টীকা
২০০৬ টার্ন লেফ্ট স্নোবি গার্ল ইংরেজি
২০১২ ফ্রম সিডনি উইথ লাভ লুবাইনা স্নাইডার হিন্দি বলিউড অভিষেক
২০১৩ নটাঙ্কি সালা সীতা ঘোষ হিন্দি
ইয়ে যাবানি হ্যায় দিওয়ানি লারা হান্ডা হিন্দি
ইশ্ক ঋষি ডিভাডি হিন্দি
২০১৪ ইয়ারিয়অ জ্যানেট ডি'সুজা হিন্দি
ম্যায় তেরা হিরো ভেরোনিকা হিন্দি
২০১৫ কুচ কুচ লোচা হ্যায় নাইনা হিন্দি
ইশ্কেদারিয়া লাভলীন হিন্দি [6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. পরাগ মনিয়ার (সেপ্টেম্বর ২৭, ২০১৩)। "Actress Evelyn Sharma files cyber complaint"দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৪
  2. রাধিকা ভালা (নভেম্বর ২৩, ২০১৩)। "An Evelyn Sharma to remember"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৪
  3. "শট কাট"দ্য হিন্দু। নভেম্বর ০৪, ২০১২। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. দ্য টাইমস অফ ইন্ডিয়া। নভেম্বর ২৮, ২০১৩ http://articles.timesofindia.indiatimes.com/2013-11-28/mumbai/44520743_1_evelyn-sharma-dazzles-dance। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৪ |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. "Watch Evelyn Sharma Doing Sunny Sunny in Bikini"24x7bulletin.com। ডিসেম্বর ১৬, ২০১৩। পৃষ্ঠা ১। ২৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৪
  6. "Ishqedarriyaan Cast & Crew:"bollywoodhungama.com (ইংরেজি ভাষায়)। ভারত: bollywoodhungama। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.