এফ-নাম্বার
এফ-নাম্বার (ইংরেজি: F-number) হলো আলোক লেন্সের ফোকাস দৈর্ঘ্যের (focal length) সাথে ঐ লেন্সের ব্যাসার্ধের অনুপাত, যা লেন্সের আলোক গ্রহণ ক্ষমতা নির্দেশ করে।[1] অনুপাত বিধায় এটি একটি এককবিহীন পরিমাপ। আলোকবিদ্যার এই ধারণাটি ফটোগ্রাফিতে খুবই প্রয়োজনীয় একটি বিষয়। কখনো কখনও একে ফোকাল অনুপাত, এফ-স্টপ কিংবা এপারচার বলে উল্লেখ করা হয়।[2]

সাধারণতঃ এফ নাম্বার কে f এর সাথে অনুপাতিক হারে লেখা হয়, যেমনঃ f/N, যেখানে N হচ্ছে ‘এফ নাম্বার’। f/N এর মান যত কম হবে লেন্সের আলোক গ্রহণ ক্ষমতা তত বেশী হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এফ-নাম্বার f/N = ২.০ এর একটি লেন্স যে পরিমান আলো গ্রহণ করতে পারবে, এফ-নাম্বার f/N = ৪.০ এর একটি লেন্স তার অর্ধেক পরিমান আলো গ্রহণ করতে পারবে।
গাণিতিক ব্যাখ্যা
এফ নাম্বার নির্ণয়ে নিচের সুত্র ব্যবহৃত হয়ঃ
যেখানে f হচ্ছে লেন্সের ফোকাল দৈর্ঘ্য এবং D হচ্ছে লেন্সের ব্যাসার্ধ।
তথ্যসূত্র
- Smith, Warren Modern Optical Engineering, 4th Ed. 2007 McGraw-Hill Professional
- Smith, Warren Modern Lens Design 2005 McGraw-Hill