এনিড ব্লাইটন
এনিড ম্যারি ব্লাইটন (ইংরেজি: Enid Mary Blyton) (১১ আগস্ট ১৮৯৭ - ২৮ নভেম্বর ১৯৬৮) একজন ইংরেজ শিশুসাহিত্যিক ছিলেন যার বইগুলি ১৯৩০-এর দশক থেকে সারা বিশ্বে সর্বাধিক বিক্রীত বইগুলির মধ্যে পড়ে ও ৬০ কোটিরও বেশি বিক্রী হয়েছে। তাঁর বইগুলি আজও বেশ জনপ্রিয় ও প্রায় ৯০টি ভাষায় অনূদিত হয়েছে। ১৯২২ সালে প্রকাশিত হয় ওনার প্রথম বই, ২৪ পাতার কবিতা সংকলন চাইল্ড হুইস্পার। উনি অনেক বিষয় নিয়ে রচনা করেছেন, যেমন শিক্ষা, প্রাকৃতিক ইতিহাস, কল্পনা সাহিত্য, রহস্য বা বাইবেলের বর্ণনা। নডি, ফেমাস ফাইভ, সিক্রেট সেভেন এবং অ্যাডভেঞ্চার সিরিজএর জন্য সবথেকে বেশি জনপ্রিয়তা পান।
এনিড ব্লাইটন | |
---|---|
জন্ম | এনিড ম্যারি ব্লাইটন ১১ আগস্ট ১৮৯৭ পূর্ব ডালউইচ, দক্ষিণ লন্ডন, ইংল্যান্ড |
মৃত্যু | ২৮ নভেম্বর ১৯৬৮ ৭১) হ্যাম্পস্টেড, লন্ডন, ইংল্যান্ড | (বয়স
ছদ্মনাম | ম্যারি পোলক |
সময়কাল | ১৯২২–১৯৬৮ |
ওয়েবসাইট | |
www |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.