এনরিক ইগলেসিয়াস

এনরিক মিগুয়েল ইগলেসিয়াস (English /ɛnˈriːkeɪ ɪˈɡlɛsiəs/; Spanish pronunciation: [enˈrike iˈɣlesjas]) জন্ম ৮ মে ১৯৭৫, সংক্ষেপে এনরিক ইগলেসিয়াস নামে পরিচিত, একজন স্প্যানিশ-আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা এবং সংগীত প্রযোজন। ১৯৯০ এর মাঝামাঝি সময়ে এনরিক তার ক্যারিয়ার শুরু করেন। বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি এনরিকের গান বিক্রি হয়েছে। যা তাকে সর্বকালের সেরা বিক্রিত স্প্যানিশ ভাষী শিল্পীর মর্যাদা এনে দিয়েছে।[3] বিলবোর্ডের টপ চার্টে থাকা এনরিক লাতিন পপের রাজানাচের রাজা নামে সুপরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের ৭০ টির মত বিলবোর্ডে এনরিক প্রথম স্থান অধিকার করতে সফল হয়েছেন।[4] অন্য পুরুষ গায়কদের তুলনায় বিলবোর্ড নাচ তালিকায় তার ১৩টি শীর্ষস্থানীয় গান স্থান পেয়েছে।[5]

এনরিক ইগলেসিয়াস
জন্ম
এনরিক মিগুয়েল ইগলেসিয়াস প্রিসলার

(1975-05-08) ৮ মে ১৯৭৫[1]
জাতীয়তাস্প্যানিশ
শিক্ষাGulliver Preparatory School
যেখানের শিক্ষার্থীUniversity of Miami
পেশাSinger-songwriter, actor, record producer, humanitarian
আদি নিবাসMiami, Florida, U.S.
পিতা-মাতাJulio Iglesias
Isabel Preysler
আত্মীয়Chabeli Iglesias Altaba (sister)
Julio Iglesias, Jr. (brother)
Julio Iglesias Puga (grandfather)
Miguel Boyer (stepfather)
Steven R. McQueen (cousin)
Neile Adams (great-aunt)
সঙ্গীত কর্মজীবন
ধরন
  • Latin rock
  • Latin pop
  • Dance pop
  • Disco pop
  • Adult contemporary
  • Soft rock
বাদ্যযন্ত্রসমূহVocals, guitar
কার্যকাল1994–present
লেবেল
  • Fonovisa
  • UMG Recordings
  • Interscope
  • Republic
সহযোগী শিল্পীRomeo Santos, Usher, Jennifer Lopez, Pitbull, Wisin & Yandel, Juan Luis Guerra, Ludacris, Nicole Scherzinger, Flo Rida
ওয়েবসাইটwww.enriqueiglesias.com

প্রাথমিক জীবন

ইগলেসিয়াসের পিতা

ইগলেসিয়াস জন্মগ্রহণ করে মাদ্রিদ, স্পেন, এবং স্পেনীয় শিল্পী জুলিও এগলেসিয়াস এর ৩য় সন্তান।এসাবেলার খালা নেইল এ্যাডাম।যিনি স্টেভ ম্যাককুইনএর প্রথম স্ত্রী[6][7]

তথ্য উৎস

  1. "Monitor"। Entertainment Weekly (1258): 30। মে ১০, ২০১৩।
  2. "Enrique Iglesias"। Nndb.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৪, ২০১৩
  3. Mrazik, Tina (মে ২২, ২০১৪)। "Enrique Iglesias crosses 100 million mark"Yahoo!। সংগ্রহের তারিখ মে ২৩, ২০১৪
  4. "Enrique Iglesias brings Latino flavor to Puyallup Fair on Sept. 18"। Auburn Reporter.com। জুন ১৮, ২০১২।
  5. "Enrique Iglesias Extends Record For Most Latin Airplay No. 1s"। Billboard। নভেম্বর ১৯, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ১৯, ২০১২
  6. "Enrique Iglesias and Steven R. McQueen are second cousins"। geni.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৮, ২০১৩
  7. "20 International Stars You Did"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.