এজেকুয়েল মাদের্না
এজেকুয়েল ওস্ভাল্ডো মাদের্না (জন্ম ১লা অক্টোবর, ১৯৮৬ আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের লা প্লাতায়) লাইট হেভিওয়েট বিভাগের একজন মুষ্টিযোদ্ধা। তিনি পুরুষদের মিডলওয়েট বিভাগে আর্জেন্টিনার একজন প্রাক্তন অলিম্পিয়ান।[1]
এজেকুয়েল মাদের্না | |
---|---|
![]() | |
পরিসংখ্যান | |
নাম | এজেকুয়েল ওসভাল্ডো মাদের্না |
ডাকনাম | এল অলিম্পিকো |
বিবেচনা/গণ্য | লাইট হেভিওয়েট |
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) |
রীচ | ১.৯৮ মিটার (৬ ফুট ৬ ইঞ্চি) |
জাতীয়তা | ![]() |
জন্ম | লা প্লাতা, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা | ১ এপ্রিল ১৯৮৫
অবস্থান | Orthodox |
বক্সিং রেকর্ড | |
মোট লড়াই | ১০ |
জয়ী | ১০ |
নকআউট দ্বারা জয়ী | ৭ |
পরাজিত হয়েছ্নে | ০ |
ড্র করেছেন | ০ |
খেলা হয়নি | ০ |
অপেশাদার কর্মজীবন
২০০৬ সালের দক্ষিণ আমেরিকান গেমসে তিনি আলফন্সো ব্ল্যাঙ্কোর কাছে ৭:৯ ফলে হেরে ব্রোঞ্জ পদক জেতেন। দ্বিতীয় অলিম্পিক যোগ্যতাঅর্জনকারী টুর্নামেন্টে তিনি ক্ল্যারেন্স জোসেফ সহ তিনজন প্রতিযোগীকে পরাস্ত করার পর আরেক যোগ্যতা অর্জনকারী শন এস্ত্রাদার কাছে পরাজিত হলেও, অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতাঅর্জন করেন। তবে, বেইজিং-এ প্রথম রাউন্ডেই এস্ত্রাদার সাথে পুনরায় লড়াইতে আবার পরাজিত হন।[2]
পেশাদার কর্মজীবন
৬ই ডিসেম্বর, ২০০৮-এ মাদের্না পেশাদার মঞ্চে অভিষেকেই অভিজ্ঞ গুইলের্মো পাবলো আর্মানিকে পরাজিত করেন।[3]
পাদটিকা
- http://boxrec.com/media/index.php/Ezequiel_Osvaldo_Maderna
- http://edant.clarin.com/diario/2008/08/09/um/m-01733732.htm
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১০।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.