এক্স-মেন অ্যাপোক্যালিপ্স

এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স একটি আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র যা মার্ভেল কমিক্স এর কাল্পনিক এক্স-মেন চরিত্রগুলোর উপর ভিত্তি করে নির্মিত। ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত এই চলচ্চিত্র এক্স-মেন চলচ্চিত্র সিরিজ এর নবম চলচ্চিত্র এবং ২০১৪ সালের এক্স-মেনঃ ডেইস অফ ফিউচার পাস্ট এর সিকুয়েল

এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স
এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স চলচ্চিত্র এর বানিজ্যিক পোষ্টার
পরিচালকব্রায়ান সিঙ্গার
প্রযোজক
  • ব্রায়ান সিঙ্গার
  • লরেন শুলার ডনার
  • সাইমন কিনবারগ
  • হাচ পার্কার
চিত্রনাট্যকারসাইমন কিনবারগ
কাহিনীকার
  • ব্রায়ান সিঙ্গার
  • মাইকেল দটারই]]
  • ড্যান হ্যারিস (screenwriter)
উৎসStan Lee
জ্যাক কিরবি কর্তৃক 
এক্স- মেন
শ্রেষ্ঠাংশে
  • জেমস ম্যাক-অ্যাভয়
  • মাইকেল ফ্যাসবেন্দার
  • জেনিফার লরেন্স
  • অস্কার আইস্যাক
  • নিকলাস হল্ট
  • রসি বেরিন
  • টাই সেরিদন
  • সোফি টার্নার
  • অলিভিয়া মুন
  • লুকাস তিল
সুরকারজন অটম্যান
চিত্রগ্রাহকনিউটন থমাস সিগেল
সম্পাদক
  • জন অটম্যান
  • মাইকেল লুইস হিল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক২০ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  •  মে ২০১৬ (2016-05-09) (London)
  • ২৭ মে ২০১৬ (2016-05-27) (United States)
দৈর্ঘ্য144 minutes[1]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৭৮ মিলিওন [2]
আয়$513.9 million[2]

ব্রায়ান সিঙ্গার পরিচালিত ও সাইমন কিনবারগ এর চিত্রনাট্যে রচিত এ চলচিত্রে অভিনয় করেন জেমস ম্যাকঅ্যাভয় , মাইকেল ফ্যাসবেন্দার , জেনিফার লরেন্স , অস্কার আইস্যাক , নিকলাস হল্ট ,রসি বেরিন , টাই সেরিদন, সোফি টার্নার ,অলিভিয়া মুন , লুকাস তিল সহ আর অনেকে ।

চলচিত্রে প্রাচীন মিউট্যান্ট এন্ সাবাহ নূর ১৯৮৩ সালে জেগে ওঠে এবং আধুনিক সভ্যতা ধ্বংস ও বিশ্বের দখল নেওয়ার পরিকল্পনা করলে প্রফেসর চার্লস জেভিয়ার এবং এক্স-মেন তাকে থামাতে এবং তার অনুগত মিউট্যান্ট দলকে পরাস্ত করার জন্য চেষ্টা করে ।

তথ্যসূত্র

  1. "X-Men: Apocalypse [2D] (12A)"British Board of Film Classification। মে ৯, ২০১৬। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৬
  2. "X-Men: Apocalypse (2016)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.