এ কে এম হাফিজুর রহমান
এ কে এম হাফিজুর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও সাবেক সাংসদ। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের[1] নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন থেকে বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন।[2][3][4]
এ কে এম হাফিজুর রহমান | |
---|---|
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | রেজাউল বারী ডিনা |
উত্তরসূরী | রেজাউল বারী ডিনা |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | রেজাউল বারী ডিনা |
উত্তরসূরী | শরিফুল ইসলাম জিন্নাহ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বগুড়া |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জন্ম ও প্রাথমিক জীবন
এডভোকেট এ কে এম হাফিজুর রহমান বগুড়া শহরের বাদুরতলায় জন্ম গ্রহণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
রাজনৈতিক ও কর্মজীবন
এ কে এম হাফিজুর রহমান বগুড়ার একজন প্রবীন আইনজীবী। বগুড়া বার সমিতির সাবেক সভাপতি তিনি। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে[1] তিনি বগুড়া-২ আসন থেকে বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন।[2][3][4]
পারিবারিক জীবন
এডভোকেট এ কে এম হাফিজুর রহমানের প্রথম স্ত্রী ২০০১ সালে সালে মারা যান। ২০১৪ সালে দ্বিতীয় বিয়ে করেন মোছাঃ নারগিস বারীকে।
তথ্যসূত্র
- "এ কে এম হাফিজুর রহমান"। দৈনিক প্রথম আলো।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- BanglaNews24.com। "বগুড়া-২: আপা তো নৌকা ভাড়া দেয়"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.