এ. টি. এম. আজহারুল ইসলাম

এ. টি. এম. আজহারুল ইসলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পূর্ব পর্যন্ত বাংলাদেশ জামায়তে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ছিলেন। ২০১২ সালে ২২ অগাস্ট তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ও বর্তমানে তার বিরুদ্ধে করা মামলাগুলো বিচারাধীন অবস্থায় আছে।[1][2] তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

আজহারুল ইসলাম ১৯৯৬, ২০০১, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- ২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নেন।[3]

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

  • ২২ আগস্ট, ২০১২ সালে মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন।
  • ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ৩০ জুন, ২০১৩ তারিখে তার বিরুদ্ধে আনীত অভিযোগের চূড়ান্ত তদন্তের প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেন।[1]
  1. "জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম গ্রেপ্তার"। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৬
  2. "এ টি এম আজহারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমার নির্দেশ"। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৬
  3. "তদন্ত কর্মকর্তাকে এটিএম আজহারের তথ্য জানালো ইসি"। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.