উল্লাসা পারাভাইগাল

উল্লাসা পারাভাইগাল (তামিল: உல்லாசப்பறவைகள், বাংলা: স্বাধীন দুরন্ত পাখি) ১৯৮০ সালে মুক্তি পাওয়া কামাল হাসান এবং রতি অগ্নিহোত্রী অভিনীত একটি তামিল চলচ্চিত্র, এই চলচ্চিত্রে ইলাইয়ারাজার সুর করা গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল যেমন 'জার্মানীইন সেনদেন মালারে' এবং 'আড়াগু আয়িরাম' আজো সমাদৃত।[1] চলচ্চিত্রটি হিন্দি ভাষায় ডাবিং করে 'দো দিল দিওয়ানে' এবং তেলুগু ভাষায় 'প্রেমা পিচি' নামে মুক্তি দেওয়া হয়েছিল। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র, তৎকালীন পশ্চিম জার্মানী, ফ্রান্স এবং ভারতে শুটিং হয়েছিল। চলচ্চিত্রটিতে কামাল হাসান রবি চরিত্রে অভিনয় করেন, যার এক সময় গ্রাম এলাকায় একটি মেয়ের (উন্নী ম্যারী) এর সঙ্গে প্রেম হয়, কিন্তু মেয়েটি পরে আগুনে পুড়ে মারা যায়, রবি পরে বিদেশ যেয়ে নির্মলা (রতি অগ্নিহোত্রী) এর প্রেমে পড়ে।

উল্লাসা পারাভাইগাল
পোস্টার
পরিচালকসি ভি রাজেন্দ্রন
প্রযোজকএস পি তামিড়াসি
রচয়িতাপাঞ্চু অরুনাচলম
শ্রেষ্ঠাংশেকামাল হাসান
রতি অগ্নিহোত্রী
উন্নী ম্যারী (দীপা)
মেজর সুন্দররজন
সুরুলী রজন
সুরকারইলাইয়ারাজা
চিত্রগ্রাহকঅশোক কুমার (সিনেমাটোগ্রাফার)
সম্পাদকএন এম ভিক্টর
প্রযোজনা
কোম্পানি
এস পি টি ফিল্মস
পরিবেশকএস পি টি ফিল্মস
মুক্তি
  •  মার্চ ১৯৮০ (1980-03-07)
দৈর্ঘ্য১২৬ মিনিট
দেশভারত
ভাষাতামিল

চরিত্র

  • কামাল হাসান - রবি (রবিন্দর)
  • রতি অগ্নিহোত্রী - নির্মলা
  • উন্নী ম্যারী (দীপা) - রবির সাবেক প্রেমিকা
  • মেজর সুন্দররজন - মদনগোপাল
  • সুরুলী রজন - রাজু
  • ভেনিরাডাই মূর্তি - চলচ্চিত্র পরিচালক
  • কে নেতারাজ - রাজগোপাল

সঙ্গীত

সবগুলি গানের গীতিকার পাঁচু অরুণাচলম; সবগুলি গানের সুরকার ইলাইয়ারাজা[2]

গানতালিকা
নং.শিরোনামগায়ক(গণ)দৈর্ঘ্য
১."আড়াগিয়া মালারগালিন"এস জনকী৩:৩৭
২."আড়াগু আয়িরাম"এস জনকী৪:২৩
৩."দেইভীগা রাগাম"জেন্সি এ্যান্থনি (জেন্সি), বাণী জয়রাম৪:৩২
৪."এঙ্গেঙ্গুম কান্দেনাম্মা"বসুদেব, এস পি বলসুব্রমনিয়ম৪:২২
৫."জার্মানীইন সেনদেন মালারে"এস পি বলসুব্রমনিয়ম, এস জনকী৫:৩৯
৬."নান উনদান তায়াগা"এস জনকী৪:২৯

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬
  2. "Ullasa Paravaigal Songs"। raaga। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.