উর্মিয়া হ্রদ
ঊর্মিয়া হ্রদ (ইংরেজি: Lake Urmia; আজারবাইজানি ভাষায়: ارومیه گولو , ارومیه گولی; ফার্সি ভাষায়: دریاچه ارومیه) উত্তর-পশ্চিম ইরানের একটি অগভীর লবণ জল হ্রদ। এটি কাস্পিয়ান সাগরের পশ্চিমে অবস্থিত। এর দৈর্ঘ্য ১৪০ কিলোমিটার, গড় বিস্তার ৪৮ কিলোমিটার এবং এটি পর্বতবেষ্টিত একটি সমতলভূমিতে সমুদ্র সমতল থেকে ১,২০০ মিটার উচ্চতায় অবস্থিত। হ্রদটির চারপাশ অনেকগুলি পার্বত্য নদী এসে পড়েছে। কিন্তু হ্রদটি থেকে কোন জলধারা নির্গত হয়নি। এর ফলে হ্রদটি অত্যন্ত লবণাক্ত এবং এতে কিছু শামুক-ঝিনুক জাতীয় প্রাণী ছাড়া তেমন কোন জলজ জীবের বসতি নেই। হ্রদটি বহু বছর ধরে শুকিয়ে ছোট হয়ে আসছে এবং কাদাময় ভূমিতে পরিণত হচ্ছে।
উর্মিয়া হ্রদ | |
---|---|
স্থানাঙ্ক | |
ধরন | salt (hypersaline) lake |
প্রাথমিক বহিঃপ্রবাহ | বাষ্পায়ন |
অববাহিকার দেশসমূহ | ![]() |
সর্বাধিক দৈর্ঘ্য | ১৪০ কিমি (৮৭ মাইল) |
সর্বাধিক প্রস্থ | ৫৫ কিমি (৩৪ মাইল) |
পৃষ্ঠতল অঞ্চল | ৫,২০০ বর্গ কিমি (২,০০০ বর্গমাইল) |
সর্বাধিক গভীরতা | ১৬ মি (৫২ ফুট) |
দ্বীপপুঞ্জ | ১০২ (তালিকা দেখুন) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.