উন্মাদ (রম্য পত্রিকা)
উন্মাদ বাংলাদেশে প্রকাশিত একটি রম্য পত্রিকা। এটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। উন্মাদ পত্রিকার সম্পাদক কে উন্মাদক নামে অভিহিত করা হয়। বাংলাদেশে প্রকাশিত অদ্যাবধি টিকে থাকা রম্য পত্রিকাগুলোর মধ্যে এটিই সবচেয়ে পুরোনো এবং এখনো জনপ্রিয়।
সম্পাদক | আহসান হাবীব |
---|---|
বিভাগ | রম্য পত্রিকা |
প্রকাশনা সময়-দূরত্ব | মাসিক |
সংবহন | ১০,০০০-১২,০০০ |
প্রতিষ্ঠাতা | ইশতিয়াক হোসেন, কাজী খালীদ আশরাফ |
প্রথম প্রকাশ | নভেম্বর ১৯৭৮ |
কোম্পানি | রম্য পত্রিকা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
OCLC নম্বর | 948759641 |
উন্মাদ এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় ১৯৭৮ সালের মে মাসে ।[1] ২ টাকা দামের ৬৪ পৃষ্টার ছিল কার্টুন পত্রিকাটির প্রথম সংখ্যা।দ্বিতীয় সংখ্যাটি বের হয় ঠিক তিন মাস পর। যাদের প্রচেষ্টায় উন্মাদের জন্ম ,তারা হলেন ইশতিয়াক হোসেন,কাজী খালিদ আশরাফ এবং সাইফুল হক। এর বর্তমান উন্মাদক জনপ্রিয় কার্টুনিষ্ট আহসান হাবীব।
.jpg)
উন্মাদ বর্তমানে কার্টুন পত্রিকার পাশাপাশি বিভিন্ন কার্টুন ভিত্তিক বাই-প্রডাক্টও তৈরি করছে। বুটিক হাউজ RGB'র সহায়তায় উন্মাদ কার্টুন টি-শার্ট ও বইমেলা ভিত্তিক কার্টুন স্টিকার ও পোস্টারের প্রচলনও উন্মাদই বাংলাদেশে প্রথম শুরু করে। বর্তমানে এই ৪০ বছর বয়সী কার্টুন পত্রিকাটি বাংলাদেশের নবীন প্রবীণ কার্টুনিস্টদের একত্রিত করবার লক্ষ্যে 'বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন' গঠন করেছে।
তথ্যসূত্র
- "উন্মাদের ৩০ বছর"। বিডিনিউজ২৪.কম। ২০১৩-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২৫।