উত্তর দক্ষিণ রেল পথ (ভিয়েতনাম)
উত্তর দক্ষিণ রেল পথ (ভিয়েতনাম) [1] হল ভিয়েতনাম এর প্রধান ও দীর্ঘতম রেল পথ বা রেল ব্যাবস্থা।এই রেল ব্যবস্থা ১৮৯৯ সাল থেকে ১৯৩৬ সালের মধ্যে গড়ে ওঠে।এটি একটি মিটার গেজ রেল পথ বা রেল ব্যবস্থা।এই রেল পথের মোট দৈর্ঘ্য ১৭২৬ কিলোমিটার।রেল পথটি দেশের রাজধানী শহর এর সঙ্গে ভিয়েতনাম এর ব-দ্বীপ পওরদেশ এর সাইগন শহরকে যুক্ত করেছে।এই রেল পথ হ্যানয় এর হ্যানয় রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে দেশের মধ্য ভাগ অতিক্রম করে দক্ষিণের সাইগন রেলওয়ে স্টেশন পর্যন্ত গেছে।রেল পথে বহু নদী ব্রিজ বা সেতু রয়েছে।এছাড়াও এটি কিছু অরন্য এলাকার মধওয দিয়ে গেছে।রেল পথটির সঙ্গে দেশের প্রধান শহর হো চিমিন সিটি যুক্ত রয়েছে।এই রেল পথে বর্তমানে উচচ গতির রেল চালানোর কথা চলছে।এই নতুন রেল ব্যবস্থা উত্তর- দক্ষিণ এক্সপ্রেস রেলওয়ে (ভিয়েতনাম) নামে পরিচিত হয়েছে।দেশের ২৩৫ টি রেল স্টেশনের মধ্যে ১৯১ টি রেল স্টেশন এই রেল পথে অবস্থিত।
উত্তর দক্ষিণ রেল পথ | |
---|---|
![]() | |
সংক্ষিপ্ত বিবরণ | |
ধরন | রেল পথ |
অবস্থা | সক্রিয় |
বিরতিস্থল | হ্যানয় রেল স্টেশন সাইগন রেল স্টেশন |
ক্রিয়াকলাপ | |
পরিচালনাকারী | ভিয়েতনাম রেল |
প্রযুক্তিগত | |
রেললাইনের মোট দৈর্ঘ্য | ১,৭২৬ কিলোমিটার (১,০৭২ মাইল) |
ইতিহাস
এই রেল পথ টি নির্মাণ শুরু সয় ১৮৯৯ সালে ।এই সময় ইউনান-হাইফোং রেল পথ এরও নির্মাণ শুরু হয়।এই রেল পথ নির্মাণ করে উপনিবেশিক সময় ফ্রান্স সরকার ।এই রেল পথ নির্মাণের প্রধান কারণ ছিল হ্যানয় ও হো চি মিন সিটি এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য।এই রেল পথ সম্পর্ন রূপে উদ্ভোদন করা হয় ১৯৩৬ সালে।এই রেল পথটি নির্মাণের শুরু থেকেই মিটার গেজ রুপে নির্মাণ করা হয়।দেশ স্বধীনতার পর রেল পথটি আরও উন্নত করা হয়।রেল পথের গতি বাড়ারো হয় ধীরে ধীরে ।আধুনিক করা হয় সিগন্যালিং বা সংকেত ব্যবস্থার।বর্তমানে রেল পথটিকে উচ্চ গতির রেল পথে নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে।
যাত্রী পরিবহন
এই রেল পথে দেশের সবচেয়ে দীর্ঘ রেল পরিসেবা চালু রয়েছে।এই রেল পথে হ্যানয় ও হো চি মিন সিটি এর মাঝে যাত্রী বাহি রেল পরিসেবা রয়েছে।এই যাত্রী বাহি রেল হ্যানয় ও হো চি মিন সিটি এর মাঝের বড় শহর গুলিতে থামে।এছাড়া এই রেল পথে ক্ষুদ্র দূরত্বের রেল পরিসেবাও চালু রয়েছে।
পণ্য পরিবহন
উত্তর দক্ষিণ রেল পথ টি দেশের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে পণ্য পরিবহন করে থাকে।এই রেল পথ দেশের বড় বন্দর গুলির সঙ্গে যুক্ত রয়েছে।প্রতিদিন হ্যানয় ও হো চি মিন সিটি এর মধ্যে পণ্যবাহি রেল চলা চল করে।