উইলিস রডনি হুইটনি

উইলিস রডনি হুইটনি
Whitney as a MIT faculty member
জন্মঅগাস্ট ১১, ১৯৬৮
জেমস্টাউন, নিউ ইয়র্ক
মৃত্যু৯ জানুয়ারি ১৯৫৮(1958-01-09) (বয়স ৮৯)
Schenectady, New York
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রাক্তন ছাত্রম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
লিপজিগ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণজেনারেল ইলেকট্রিক
উল্লেখযোগ্য
পুরস্কার
উইলার্ড গিবস অ্যাওয়ার্ড (১৯১৬)
পার্কিন মেডেল (১৯২১)
আইইই এডিসন মেডেল (১৯৩৪)
পবলিক ওয়েলফেয়ার মেডেল (1937)
John Fritz Medal (1943)
আইআরআই মেডেল (১৯৪৬)

উইলিস রডনি হুইটনি একজন মার্কিন রসায়নবিজ্ঞানী।

জীবনী

হুইটনি ১৮৬৮ সালের ১১ অগাস্ট নিউ ইয়র্কের জেমসটাউনে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৮৯০ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি এখানে ১৮৯২ সাল পর্যন্ত রসায়নের সহকারী ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৬ সালে ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড এর অধীনে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

সদস্য

  • আমেরিকান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স
  • দ্য ইলেক্ট্রোকেমিক্যাল সোসাইটি and প্রেসিডেন্ট (১৯১১-১৯১২)
  • ইউনাইটেড স্টেটস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস
  • ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস, মিনারেলস অ্যান্ড মাইনিং
  • ইউনাইটেড স্টেটস ন্যাশনাল রিসার্চ কাউন্সিল
  • the Advisory Committee to the ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি
  • Naval Consulting Board
  • the আমেরিকান কেমিক্যাল সোসাইটি and প্রেসিডেন্ট (১৯০৯)
  • Director of the Albany Medical College
  • the Board of Governors of Union College
  • Associate Editor of the Journal of Industrial and Engineering Chemistry

পুরস্কার ও সম্মাননা

  • সম্মানসূচক ডক্টর অব কেমিস্ট্রি, পিটসবার্গ বিশ্ববিদ্যালয় (১৯১৯)
  • ডক্টর অব সায়েন্স, ইউনিয়ন কলেজ (১৯১৯)
  • উইলার্ড গিবস (১৯১৬)
  • পার্কিন মেডেল (১৯২১)
  • Gold Medal of the National Institute of Social Sciences (1928)
  • ফ্রাঙ্কলিন মেডেল of the ফ্রাঙ্কলিন ইন্সটিটিউট (১৯৩১)
  • আইইই এডিসন মেডেল "for his contributions to electrical science, his pioneer inventions, and his inspiring leadership in research" (১৯৩৪)
  • Public Welfare Medal from the National Academy of Sciences, (1937)[1]
  • First recipient of the IRI Medal from the Industrial Research Institute (1946)

তথ্যসূত্র

  1. "Public Welfare Award"। National Academy of Sciences। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.