উইলিয়াম নেলসন জয়

উইলিয়াম নেলসন জয় একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি সান মাইক্রোসিস্টেম্‌স এর সহ-প্রতিষ্ঠাতা।

উইলিয়াম নেলসন জয়
William Nelson Joy at Japan Dinner Davos 2003
জন্ম (1954-11-08) ৮ নভেম্বর ১৯৫৪
ফার্মিংটন হিলস, মিশিগান
জাতীয়তাUSA
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রাক্তন ছাত্রমিশিগান বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
শিক্ষায়তনিক উপদেষ্টাবৃন্দBob Fabry
পরিচিতির কারণবার্কলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন  vi  csh  chroot  TCP/IP driver  co-founder of Sun Microsystems  Java  SPARC  Solaris  NFS  "Why the Future Doesn't Need Us"
উল্লেখযোগ্য
পুরস্কার
  • ACM Grace Murray Hopper Award (1986)
  • Elected to National Academy of Engineering (1999)
  • Elected to American Academy of Arts and Sciences (1999)
  • Fellow of the Computer History Museum (2011)

জীবনী

জয় মিশিগানের ফার্মিংটন হিলসে জন্মগ্রহণ করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে তড়িৎ প্রকৌশল এবং কম্পিউটার সায়েন্সে মাস্তার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.