রাইট ভ্রাতৃদ্বয়

রাইট ভ্রাতৃদ্বয়, অরভিল (১৯ আগস্ট, ১৮৭১ - ৩০ জানুয়ারি, ১৯৪৮) এবং উইলবার (১৬ এপ্রিল, ১৮৬৭ - ৩০ মে, ১৯১২) রাইট ছিলেন দু'জন মার্কিন প্রকৌশলী, যাদের উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। তারা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারী সুস্থিত মানুষ-বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন। পরবর্তী দু'বছর তারা তাদের উড়ন-যন্ত্রটিকে অনড়-পাখাবিশিষ্ট উড়োজাহাজে রূপান্তরিত করেন। পরীক্ষামূলক বিমানপোত নির্মাণে সর্বপ্রথম না হলেও, তাদের আবিষ্কৃত উড়োজাহাজ নিয়ন্ত্রকের সাহায্যেই প্রথম অনড়-পাখাবিশিষ্ট উড়োজাহাজ নির্মাণ সম্ভবপর হয়।

অরভিল রাইট
ছবি: ১৯০৫
জন্ম(১৮৭১-০৮-১৯)১৯ আগস্ট ১৮৭১
ডেটন, ওহিও
মৃত্যু৩০ জানুয়ারি ১৯৪৮(1948-01-30) (বয়স ৭৬)
ডেটন, ওহিও
পেশাছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক
দাম্পত্য সঙ্গীনেই
স্বাক্ষর
উইলবার রাইট
ছবি: ১৯০৫
জন্ম(১৮৬৭-০৪-১৬)১৬ এপ্রিল ১৮৬৭
মিলভিল, ইন্ডিয়ানা
মৃত্যু৩০ মে ১৯১২(1912-05-30) (বয়স ৪৫)
ডেটন, ওহিও
পেশাছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক
দাম্পত্য সঙ্গীনেই
স্বাক্ষর

বহিঃসংযোগ

পেটেন্টসমূহ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.