ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা আবাসিক প্রকল্পে অবস্থিত একটি জাতীয় পর্যায়ের ইসলাম ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান।[1][2][3][4] ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান (১৯২০-২০১৫) প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন।[5][6][7][8][9][10] ১৯৯১ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইসলামিক রিসার্চ সেন্টার নামে এই উচ্চতর ধর্মীয় গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠিত হয় ।[11] ২০০২ সালে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ ঢাকাতে পক্ষকালব্যাপি এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে ১৫ দিন ব্যাপি ১৫ দিন ব্যাপি এক অর্থনৈতিক কর্মশালা ও সেমিনার আয়োজন করা হয়।
![]() | |
ধরন | ইসলামী গবেষণা কেন্দ্র |
---|---|
প্রতিষ্ঠাতা | মুফতি আবদুর রহমান |
আচার্য | ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান |
অবস্থান | ২৩.৮১৬৭° উত্তর ৯০.৪৩২৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভর্তি সংক্রান্ত তথ্য
ইফতা বিভাগ, হাদীস বিভাগ ও দরসিয়াত বিভাগে শাওয়ালের ৫ তারিখ থেকে ভর্তি শুরু হয়। সীমিত কোঠায় মেধাবী, মনোযোগী ও চরিত্রবান ছাত্রদের ভর্তি করা হয়। [5][8]
বিভাগ
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ইসলামিক স্টাডিজের নিম্নলিখিত বিষয়লিতে ইসলামী শিক্ষা প্রদান করা হয়। [8]
- ফতোয়া বিভাগ (দারুল ইফতা);
- উচ্চ ইসলামী আইন ও ফিকাহ বিভাগ;
- দাওরায়ে-হাদীস বিভাগ;
ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং-
ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়টি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় সর্বপ্রথম ২০০২ সালে চালু হয়।[5]
আরো দেখুন
- মুফতি আবদুর রহমান
- বসুন্ধরা আবাসিক এলাকা
- আহমেদ আকবর সোবহান
তথ্যসূত্র
- "Fatwa dents citizen's constitutional fundamental rights: Amicus Curiae"। The Daily Peoples View। ২৭ আগস্ট ২০১১। ২৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Law and Our Rights"। The Daily Star। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Islamic scholars warn against banning fatwa"। New Age। ২৮ এপ্রিল ২০১১। ১১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Fitra in Dhaka fixed at Tk 55"। The Daily Star। ২৬ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "ইসলামিক রিসার্চ সেন্টারে বসুন্ধরা খাতা বিতরণঠ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৪।
- "মুফতি আব্দুর রহমানের জন্য বিশেষ দোয়া"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৪।
- Anwar Parvez Halim। "Qaumi Islami University : Yet another scam"। Probe News Magazine। Vol 10 Issue 47 May 18–24। Dhaka। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Mufti Abdur Rahman Elected Chairman of CSBIB"। Hawker.com.bd। ২৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Central Shariah Board for Islamic Banks of Bangladesh"। Csbib.org। ৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Shahjalal Islami Bank"। Shahjalalbank.com.bd। ১৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "ফকীহুল মিল্লাত মুফতি আবদুর রহমানের ইন্তেকাল | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৪।