ইসলামি বিশ্বকোষ

ইসলামি বিশ্বকোষ হলো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত বিশ্বকোষের গ্রন্থ ৷ এটিতে ইসলাম সম্পর্কিত বিভিন্নমুখী জ্ঞানের ভান্ডার রয়েছে ৷ ইসলামের ব্যাপক বিষয় ইসলামি বিশ্বকোষের অন্তর্ভুক্ত ৷[1]

ইতিহাস

বাংলাদেশে প্রথম ইসলামি বিশ্বকোষের প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন বাংলা একাডেমী ৷ ১৯৫৮ সালে বাংলা একাডেমী লাইডেন হতে প্রকাশিত Shoter Encyclopedia of Islam শীর্ষক ইসলামি বিশ্বকোষর অনুবাদের সিদ্ধান্ত গ্রহণ করে ৷ পরিবর্তিতে তা বিভিন্ন কারণে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশে এর কাছে তুলে দেয় ৷ যেটি আরো সম্পদনা করে প্রকাশ করা হয় ৷ [2]

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৬
  2. ইসলামি বিশ্বকোষ,প্রথম সংস্করণের ভূমিকা,পৃষ্ঠা-১১(বাংলা ভাষায় বিশ্বকোষ) http://www.waytojannah.com/islami-bisshowkosh-part-02/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১৬ তারিখে

আরো দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.