ইলাস্টিক সার্চ

ইলাস্টিক সার্চ একটি মুক্ত উৎসের সন্ধান ও বৈশ্লেষিক সফটওয়্যার যন্ত্র। সব রকম তথ্যের জন্য এটি প্রযোজ্য।

ইলাস্টিক সার্চ (Elasticsearch)
মূল উদ্ভাবকShay Banon
উন্নয়নকারীElastic NV
প্রাথমিক সংস্করণ ফেব্রুয়ারি ২০১০ (2010-02-08)
স্থায়ী মুক্তিটেমপ্লেট:Multiple releases
লেখা হয়েছেJava
অপারেটিং সিস্টেমCross-platform
ধরণSearch and index
লাইসেন্সVarious (open-core model), e.g. Apache License 2.0 (partially; open source), Elastic License (proprietary; source-available)
ওয়েবসাইটwww.elastic.co/products/elasticsearch

JVM সমর্থন ম্যাট্রিক্স

ইলাস্টিক সার্চ ভার্শনJVM ভার্শনকিবানা ভার্শন
৭.৪.২৭.৪.২
৭.৫১০ বা তার উপর৭.৫

[1]

গুরুত্বপূর্ণ তথ্য

  • ইলাস্টিক সার্চ ডিফল্ট পোর্ট নম্বর : 9200
  • কিবানা ডিফল্ট পোর্ট নম্বর : 5601

তথ্য লঙ্ঘন বিতর্ক

২০১৯ এর নভেম্বরে ইলাস্টিক সার্চের সার্ভারে কিছু ক্রুটি আবিষ্কারের পর গবেষকেরা দেখেন অরক্ষিত একটি সার্ভার থেকে ফাঁস হয়ে গেছে প্রায় ১২০ কোটি গোপনীয় তথ্য। সিএনটির মতে, অরক্ষিত ইলাস্টিক সার্চ সার্ভারের একাধিক ইমেল, নিয়োগকর্তাদের নথি, বিভিন্ন জায়গার অবস্থান, কাজের শিরোনাম, নাম, ফোন নম্বর এবং সোশ্যাল মিডিয়া রেকর্ড সহ একাধিক গোপনীয় তথ্য প্রকাশ্যে এসে যায়। এই নির্দিষ্ট সার্ভারটি আবার ডেটা সংস্থা পিপল ডেটা ল্যাবসের নিয়ন্ত্রণাধীন বলে জানা যাচ্ছে।[2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.