ইরুধি ছুত্রু

ইরুধি ছুত্রু (বাংলা: ফাইনাল রাউন্ড, তামিল: இறுதிச்சுற்று) হচ্ছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটি নারীদের মুষ্টিযুদ্ধ নিয়ে যেটি পরিচালনা করেন সুধা কোঙ্গারা যিনি একজন নারী। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আর. মাধবন অভিনয় করেন একজন মুষ্টিযুদ্ধ প্রশিক্ষক হিসেবে, আর তার বিপরীতে নায়িকা হিসেবে একদম নতুন অভিনেত্রী রিতিকা সিংকে নেওয়া হয়।[1] রিতিকা এড়িল মাদি নামের এক গরীব বস্তির মেয়ের চরিত্রে অভিনয় করেন যিনি পরে একজন সফল মুষ্টিযোদ্ধায় পরিণত হন। চলচ্চিত্রটি ২৯ জানুয়ারী ২০১৬ তারিখে মুক্তি পায়।[2]

ইরুধি ছুত্রু
ইরুধি ছুত্রু চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসুধা কোঙ্গারা
প্রযোজকএস শশীকান্ত
সি ভি কুমার
রচয়িতাসুধা কোঙ্গারা
অরুণ মথেশ্বরন
চিত্রনাট্যকারসুধা কোঙ্গারা
সুনন্দা রঘুনাথান
কাহিনীকারসুধা কোঙ্গারা
শ্রেষ্ঠাংশেআর. মাধবন
রিতিকা সিং
সুরকারগান:
সন্তোষ নারায়ণ
আবহ সঙ্গীত:
সঞ্জয় ওয়ান্ডরেকর
অতুল রানিঙ্গা
চিত্রগ্রাহকশিবকুমার বিজয়ন
সম্পাদকসতীশ সুরিয়া
প্রযোজনা
কোম্পানি
ওয়াই নট স্টুডিওস
ইউটিভি মোশন পিকচার্স
তিরুকুমারান এন্টারটেইনমেন্ট
পরিবেশকড্রিম ফ্যাক্টরি
এপি ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০১৬ (2016-01-29)
দৈর্ঘ্য১০৯ মিনিট
দেশভারত
ভাষাতামিল

চলচ্চিত্রটি হিন্দি ভাষায় অনুবাদ করে একই সঙ্গে 'ছালা খাড়ুছ' নামে মুক্তি দেওয়া হয়েছিলো।[3]

অভিনয়ে

  • আর. মাধবন - প্রভু সেলভারাজ
  • রিতিকা সিং - এড়িল মাদি
  • মমতাজ সরকার - লক্ষ্মী (মাদি'র বোন)
  • নছর - 'পাঞ্চ' পান্ডিয়া
  • রাধা রবি - মুরালীকৃষ্ণ
  • জাকির হুসেন - দেব খাত্রী
  • কালি ভেঙ্কাট - স্বামীকান্নু (মাদি আর লক্ষ্মী'র পিতা)
  • বালজিন্দার কর - দমায়ন্তী (মাদি আর লক্ষ্মী'র মা)

তথ্যসূত্র

  1. "Never thought of acting in Bollywood: boxer Ritika Singh"The Indian Express। ২০১৬-০১-১২। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫
  2. "Madhavan gears up for the release of Irudhi Suttru"। The Hindu। ২০১৬-০১-০৯। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৮
  3. "Saala Khadoos review: Madhavan delivers a knockout performance in an otherwise average film"Firstpost

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.