ইয়োজেফ ফন স্টার্নবের্গ

ইয়োজেফ ফন স্টার্নবের্গ (জার্মান: Josef von Sternberg, অ্যামেরিকায় জোসেফ স্টার্নবার্গ নামে পরিচিত) (২৯শে মে, ১৮৯৪ - ২২শে ডিসেম্বর, ১৯৬৯) ছিলেন অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক। প্রথম দিককার auteur চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম। পরিচালনা ছাড়াও নিজের ছবির অনেক কাজ করতেন, যেমন: চিত্রগ্রহণ, রচনা এবং সম্পাদনা। পরবর্তী যুগের পরিচালকদের স্টার্নবের্গের ছবির বিশেষ প্রভাব পরীলক্ষিত হয়। সবচেয়ে বেশি প্রভাব লক্ষ করা যায় নয়ার চলচ্চিত্র আন্দোলনে। mise-en-scene, আলোকসজ্জা এবং মৃদু লেন্সের ব্যবহারে তিনি ছিলেন অদ্বিতীয়। বিখ্যাত অভিনেত্রী Marlene Dietrich কে নিয়ে যে ছবিগুলো করেছেন সেগুলো আন্তর্জাতিকভাবে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.