ইয়ে হ্যায় মহাবাতে

একটি ভারতীয় সিরিয়াল যা ২০১৩ সালের ৩ ডিসেম্বর থেকে প্রচারিত হচ্ছে। সিরিয়ালটির নির্মাতা ও নির্মাতা একতা কাপুর।যিনি তাঁর ব্যানারে বালাজি টেলিফিল্ম সিরিয়ালটি প্রযোজনা করেছেন[1]। এই সিরিয়ালে দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং করণ প্যাটেল মূল চরিত্র ঈশিতা আয়ার ও রমন ভাল্লার ভূমিকায় অভিনয় করেছেন। এটি তাদের প্রেমের গল্পের উপরে একটি সিরিয়াল।

ইয়ে হ্যায় মহাবাতে
ইয়ে হ্যায় মহাবাতে
রচনাসোনালী জাফর
রিতু ভাটিয়া
রিতু গোয়াল
পরিচালকরঞ্জন কুমার সিংহ
সৃজনশীল পরিচালক(বৃন্দ)সন্দীপ সিকান্দ
কলাই কুরেশি
অভিনয়ে
উদ্বোধনী সঙ্গীতপল পল বড়ে ইয়ে হ্যায় মহাবাতে
রচয়িতাপামেলা জৈন
প্রস্তুতকারক দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা১৭৭৫
নির্মাণ
প্রযোজক
সম্পাদক
  • বিকাশ শর্মা
  • বিশাল শর্মা
চলচ্চিত্রকারমনীষ মালিক
ক্যামেরা সেটআপমাল্টি ক্যামেরা
ব্যাপ্তিকাল২২ মিনিট
প্রোডাকশন কোম্পানিবালাজি টেলিফিল্ম
পরিবেশকস্টার ইন্ডিয়া
সম্প্রচার
মূল চ্যানেলস্টার প্লাস
মূল প্রদর্শনী ডিসেম্বর ২০১৩ (2013-12-03) – বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট
নির্মাতার ওয়েবসাইট

গল্প

কন্যা রুহি (রুহানিকা ধাওয়ান) -র কারণে রমন ভাল্লা (করণ প্যাটেল) এবং ঈশিতা আইয়ার (দিব্যঙ্কা ত্রিপাঠি) এর মধ্যে কিভাবে প্রেম হয় তা নিয়ে এ গল্প।ঈশিতা হলেন তামিল এবং রমন পাঞ্জাবি।ঈশিতা যিনি মা হতে পারেননি রূহির কারণে তিনি রমনের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। রমন এবং ঈশিতা কেবল রুহিকে পাওয়ার জন্য শাগুনের সাথে কোর্টে‌ লড়ে ছিলেন। কিন্তু পরে ঈশিতা ধীরে ধীরে রমনের পরে গেছে। আর এই দুষ্টু মিষ্টি গল্প নিয়ে সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

অভিনয়

রিমেক

  • কল্যাণম মুধল কদল ভারাই - এর তামিল রিমেক
  • মন নিয়ে কাছাকাছি বাংলা রিমেক

তথ্যসূত্র

  1. Trivedi, Tanvi (২৯ নভেম্বর ২০১৩)। "After male lead, Ekta replaces dog in her show!"। ETimes। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.