ইব্রাহিম সাবের

ইব্রাহিম সাবের (১৯৪৫ - ১৯ জুন ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি হকি খেলোয়াড় ও বাংলাদেশ পুরুষ জাতীয় ফিল্ড হকি দলের সাবেক অধিনায়ক। ক্রীড়ায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ১৯৯৭ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।[1]

ইব্রাহিম সাবের
জন্ম১৯৪৫
মৃত্যু১৯ জুন ২০১৯(2019-06-19) (বয়স ৭৩–৭৪)
ধানমন্ডি, ঢাকা
জাতীয়তাবাংলাদেশি
পেশাহকি খেলোয়াড়
পরিচিতির কারণজাতীয় ফিল্ড হকি দলের অধিনায়ক

খেলোয়াড় জীবন

ইব্রাহিম সাবের ১৯৭০-এর দশকে পাকিস্তান জাতীয় হকি দলের সদস্য ছিলেন।[2] ১৯৭১ সালে তিনি বার্সেলোনা বিশ্বকাপে পাকিস্তান জাতীয় হকি দলের সদস্য ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি বাংলাদেশ জাতীয় হকি দলে অন্তর্ভূক্ত হন। ১৯৭৯ সালের এশিয়া গেমসে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।

হকি ছাড়াও ইব্রাহিম ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবলেও নিয়মিত ছিলেন। তিনি ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন।[3]

ব্যক্তিগত জীবন

ইব্রাহিম সাবের ২০১৯ সালের ১৯ জুন ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[4]

তথ্যসূত্র

  1. "চলে গেলেন ইব্রাহিম সাবের"দৈনিক আমাদের সময় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  2. "জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ইব্রাহিম সাবের আর নেই"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  3. রিপোর্টার, স্পোর্টস। "জাতীয় পুরস্কারপ্রাপ্ত হকি তারকা ইব্রাহিম সাবের আর নেই"দৈনিক ইনকিলাব (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  4. "হকি খেলোয়াড় ইব্রাহিমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক"বাংলা ট্রিবিউন। ১৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.