ইব্রাহিম ইবনে মুহাম্মাদ
ইব্রাহিম ইবনে মুহাম্মাদ (ইংরেজি: Ibrahim ibn Muhammad); (Arabic script إبرهيم بن محمد) মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এবং [1][2] মারিয়া আল-কিবতিয়া এর পুত্র সন্তান ছিলেন। তিনি বছরের ৮ম হিঃ এর শেষ মাসে জন্মগ্রহণ করেন।[3] তার মা, মুকাউকিস থেকে একটি উপহার হিসেবে পাঠানো একজন মিশরীয় কপ্টিক খ্রিস্টান ক্রীতদাস ছিলেন।
অসুস্থতা এবং মৃত্যু
ইব্রাহিম ষোল বা আঠার মাস বয়সে সময় তাবুক যুদ্ধের পরে অসুস্থ পড়ে গিয়েছিলেন। তাকে তার মায়ের বসবাসের কাছাকাছি এবং তার বোন শিরীনের যত্ন অধীনে একটি ফলের বাগানে সরিয়ে নেওয়া হয়। যখন এটা স্পষ্ট ছিল যে, তিনি সম্ভবত মুহাম্মদ অবগত ছিলেন যে তাকে বেঁচে থাকতে হবে।[4]
সমাধি
ইব্রাহিম মদিনা মুনাওয়ারে জান্নাত-উল-বাকিতে সমাধিত আছেন।
সহোদর
তথ্যসূত্র
- Tafsir (Exegesis) of Quran by Ibn Kathir for Chapter 66 of Quran verses 1-5
- Zaad al-Ma’aad, 1/103
- Ibn Kathir, quoting Ibn Saad
- name=Haykal
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.