ইবনে হাজার আসক্বালানী

আহমদ বিন আলী বিন মুহাম্মদ, ইবনে হাজার আসক্বালানী (আরবি: ابن حجر العسقلاني) নামে পরিচিত ও প্রসিদ্ধ, একজন বিখ্যাত হাদীস বিশারদ, শাফেয়ী মাযহাবের ফকীহ এবং মুসলিম ব্যক্তিত্ব। তার রচিত ফতহুল বারী বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যাগ্রন্থগুলোর অন্যতম।

শাইখুল ইসলাম, হাফেজ
ইবনে হাজার আসক্বালানী
জন্মআহমদ বিন আলী বিন মুহাম্মদ
ফেব্রুয়ারি ১৮, ১৩৭২ খ্রিষ্টাব্দ /শাবান ১০, ৭৭৩ হিজরী
কায়রো, মিশর
মৃত্যুজিলহজ্জ ৮, ৮৫২ হিজরী[1]
পেশাহাদীস বিশারদ
মাজহাবশাফেয়ী
শাখাআশআরী
মূল আগ্রহহাদীস
লক্ষণীয় কাজফতহুল বারী, আল-ইসাবাহ্‌

নাম ও বংশ

তার আসল নাম হলো আহমদ বিন আলী বিন মুহাম্মদ। আবুল ফজল হলো তার উপনাম। শিহাবুদ্দীন হলো তার উপাধি। এছাড়া তিনি হাফেজ উপাধিতেও ভূষিত হয়েছেন।[2] তার পরিবার মূলত তিউনিসিয়ার অন্তর্গত কাবেস এলাকার অধিবাসী ছিল। পরবর্তীতে তারা ফিলিস্তিনের অন্তর্গত আসক্বালান নামক এলাকায় বসতি গড়ে। তার পরিবার আসক্বালানের অধিবাসী ছিল বলে তাকে আসক্বালানী (আসক্বালান সংশ্লিষ্ট)বলা হয়, যদিও তার জন্ম মিশরে।[3]

জন্ম ও শৈশব

তিনি ১৩৭২ খ্রিষ্টাব্দে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুদ্দিন আলী ছিলেন একজন কবি এবং শাফেয়ী মাযহাবের ফকীহ। শৈশবেই পিতা-মাতা উভয়কেই হারান। তার এক মামা তার কুরআন শিক্ষার ব্যবস্থা করেন। তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। শৈশবেই তিনি পুরো কুরআন শরীফ এবং আরো বেশকিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন।

রচনাবলী

তার রচিত গ্রন্থাবলীর সংখ্যা দেড় শতাধিক। নিচে তার রচিত গ্রন্থাবলীর একটি তালিকা দেয়া হলো:

  • তাগলীক আল-তা'লীক
  • তাবাক্বাত আল-মুদাল্লিসীন
  • নুখবাত আল-ফিকার ফী মুসতালাহি আহলি আল-আছর
  • নুযহাত আন-নাযর ফী তাউযীহি নুখবাত আল-ফিকার
  • আল-তালখীস আল-হাবীর
  • ফাতহ আল-বারী
  • তা'জীল আল-মানফাআ'ত
  • আল-উ'জাব ফী বায়ানি আল-আসবাব
  • তাহযীব আল-তাহযীব
  • তাবসীর আল-মুতানাব্বিহ বিতাহরীরি আল-মুশতাবিহ
  • আল-আমালী আল-মুতলাক্বাহ
  • আল-ইমতা' বি আল-আরবাঈ'না আল-মুতাবায়িনাতি আল-সামা'
  • আল-আমালী আল-হালবিয়্যাহ্‌
  • নুযহাত আল-আলবাব ফী আল-আলক্বাব
  • আল-ঈছার বি মা'রিফাতি রুওয়াতি আল-আছার
  • আল-দিরায়াহ্ ফী তাখরীজি আহাদীছি আল-হিদায়াহ্
  • লিসান আল-মীযান
  • আল-ইসাবাহ্ ফী তামায়ীযি আল-সাহাবাহ
  • বুলূগ আল-মারাম মিন আদিল্লাতি আল-আহকাম
  • তাক্বরীব আল-তাহযীব
  • আল-নুকাত আ'লা কিতাবি ইবনে আল-সালাহ্
  • নুযহাত আল-সামিঈ'ন ফী রিওয়ায়াতি আল-সাহাবাহ্ আ'ন আল-তাবিঈ'ন
  • সিলসিলাতু আল-যাহাব
  • আল-ক্বাওল আল-মুসাদ্দাদ ফী আল-যাব্বি আ'ন মুসনাদি আহমাদ
  • আল-দুরার আল-কামিনাহ্ ফী আয়া'নি আল-মিআত আল-ছামিনাহ্
  • তাসদীদ আল-ক্বাওস মুখতাসারু মুসনাদ আল-ফিরদাউস

তথ্যসূত্র

  1. "Imam Al-Hafiz Ibn Hajar Al-'Asqalani"। ২৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪
  2. "শিক্ষা পরামর্শ"মাসিক আলকাউসার। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮
  3. আবদাল হাকিম মুরাদ। "Imam Ibn Hajar Al-Asqalani"। ৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪

আরো দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.