ইবনে সিনা ট্রাস্ট

ইবনে সিনা ট্রাস্ট হলো বাংলাদেশের একটি অলাভজনক ও স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্ট। এটি বাংলাদেশে বেসরকারিভাবে প্রধান স্বাস্থ্য প্রদানকারী। [1]

ইবনে সিনা ট্রাস্ট
ট্রাস্ট
প্রতিষ্ঠাকাল১৯৮০ (1980)
প্রধান ব্যক্তি
  • Commodore (Retd.) Md. Ataur Rahman (Chairman)
পরিষেবাসমূহপূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কেন্দ্র
আয়৫০ লাখ টাকা
কর্মীসংখ্যা
৫,০০০ +

ইতিহাস

ইবনে সিনা ট্রাস্টটি ৩০ জুন ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [2] ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশ জুড়ে বেশ কয়েকটি ল্যাবরেটরি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, পরামর্শ কেন্দ্র এবং ওষুধ শিল্প প্রতিষ্ঠা করেছিল। [3][4] বিশ্বাস করা হয় যে এই ট্রাস্টের বাংলাদেশের ইসলামপন্থী দলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। [5] ৩০ এপ্রিল ২০১৮ এ ট্রাস্টটি ব্যাংক প্রশাসনের একটি রদবদলের পরে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারটি বিক্রি করে দিয়েছে। [6]

সংস্থাসমূহ

ইবনে সিনা ট্রাস্টের নিম্নলিখিত সংস্থা রয়েছে:

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধানমন্ডি
  • ইবনে সিনা বিশেষায়িত হাসপাতাল ধানমন্ডি
  • ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার, জিগাতলা।
  • ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর
  • ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর
  • ইবনে সিনা ডি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দোয়াগঞ্জ।
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, বাড্ডা
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, উত্তরা
  • ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ লি.।
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, যশোর
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার বগুড়া।
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ।
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, সাভার।
  • ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, মিরপুর।
  • ইবনে সিনা হাসপাতাল সিলেট লি।

তথ্যসূত্র

  1. Ali Khan, Morshed। "Ibn Sina fells 150 trees, says it is for beautification"archive.thedailystar.net। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯
  3. "Six Ibn Sina staff arrested"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২
  4. "Ibn Sina Pharma inflates profit, EPS"archive.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২
  5. "Changing of the guard at Islami Bank"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-০৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২
  6. "Ibn Sina washes its hands of Islami Bank"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২

আরো পড়ুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.