ইন ব্রুজ
ইন ব্রুজ (ইংরেজি: In Bruges) মার্টিন ম্যাকডনা পরিচালিত অপরাধ চলচ্চিত্র যাতে অ্যাকশন কমেডি এবং কিছু ব্ল্যাক কমেডি-র সমন্বয় লক্ষ্য করা যায়। ২০০৮ সালের ১৭ই জানুয়ারি এটি যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন কলিন ফ্যারেল, ব্রেন্ডন গ্লিসন এবং রাল্ফ ফিনেস। পুরো ছবির কাহিনী আবর্তিত হয়েছে বেলজিয়ামের ব্রুজ (ফরাসি ও ইংরেজি ভাষায়: Bruges) শহরকে কেন্দ্র করে।
ইন ব্রুজ | |
---|---|
পরিচালক | মার্টিন মাকডনা |
প্রযোজক |
|
রচয়িতা | মার্টিন মাকডনা |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | কার্টার বারওয়েল |
চিত্রগ্রাহক | এইগিল ব্র্যায়াল্ড |
সম্পাদক | জন গ্রেগরি |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক |
|
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১০৭ মিনিট[1] |
দেশ |
|
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৫ মিলিয়ন[3] |
আয় | $৩৪.৫ মিলিয়ন[3] |
সিনেমাটির বেশ কয়েক স্থানে ১৯৭৩ সালের অ্যাংলো-ইতালীয় থ্রিলার চলচ্চিত্র ডোন্ট লুক নাউ এর উল্লেখ করা হয়েছে। যেমন, মুখ্য নারী চরিত্র ক্লোয়ি ব্রুজ্সে সম্প্রতি যে ছবির শ্যুটিং চলছে তাকে ডোন্ট লুক নাউ এর একটি প্যাস্টিশ হিসেবে উল্লেখ করে। এছাড়া এই সিনমার কাহিনীর সাথে নোবেল বিজয়ী সাহিত্যিক হ্যারল্ড পিন্টার এর দ্য ডাম্ব ওয়েটার নাটকটির মিল লক্ষ্য করা যায়।
চরিত্রসমূহ
- কলিন ফ্যারেল - রেই (হিটম্যান, ভুলক্রমে একটি শিশুকে হত্যার পর বিবেকের তাড়নায় ভুগছে)
- ব্রেন্ডন গ্লিসন - কেন (বয়স্ক ও বেশি অভিজ্ঞতাসম্পন্ন হিটম্যান)
- রাল্ফ ফিনেস - হ্যারি ওয়াটার্স (মব বস)
- ক্লেমেন্স পোয়েসি - ক্লোয়ি (বেলজীয় অপরাধী, সিনেমার নির্মাণ সহকারী)
প্রতিক্রিয়া
অদিকাংশ সমালোচকই ইন ব্রুজ-এর প্রশংসা করেছেন। রটেন টম্যাটোস-এ ১৪৩টি রিভিউয়ের পর এর রেটিং দাড়িয়েছে ৮১%। শিকাগো সান-টাইম্সের সমালোচক রজার ইবার্ট এর অকুণ্ঠা প্রশংসা করে বলেছেন, "This film debut by the theater writer and director Martin McDonagh is an endlessly surprising, very dark, human comedy, with a plot that cannot be foreseen but only relished."
বহিঃসংযোগ
- Official website
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন ব্রুজ
(ইংরেজি) - রটেন টম্যাটোসে In Bruges (ইংরেজি)
- মেটাক্রিটিকে In Bruges (ইংরেজি)
- "IN BRUGES (18)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২৮ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮।
- "In Bruges"। BFI। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮।
- "In Bruges"। The-Numbers.com। Nash Information Services, LLC। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮।