ইউসূফ মোহাম্মদ ইসমাঈল বারী-বারী

ইউসূফ মোহাম্মদ ইসমাঈল বারি-বারি (সোমালি: Yuusuf Maxamed Ismaaciil Baribari; মৃত্যু ২৭ মার্চ ২০১৫) ছিলেন একজনসোমালীয় রাজনীতিবিদ এবং কূটনৈতিকবিদ। ২০০৭ সালে তিনি কূটনৈতিক কার্যক্রমে যোগ দেয়।মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন। ৪ এপ্রিল ২০০৮ থেকে তিনি জাতিসংঘের পার্লামেন্ট প্রতিনিধি ছিলেন।তার এক স্ত্রী এবং এক সন্তান ছিল। ২০১৫ সালে ২৭ মার্চ আল শিহাব জঙ্গীর মাক্কা আল মুকারমা হোটেলে গুলির স্বীকার হন।এরপরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।[1]

তথ্যসুত্র

  1. "Somalia hotel siege ends; U.N. diplomat, 19 others killed"। CNN। ২৭ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৫

বহিঃযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.