ইউরি তিলেমান্স
ইউরি তিলেমান্স (জন্ম: ৭ মে ১৯৯৭) হলেন একজন বেলজিত পেশাদার ফুটবলার, যিনি লীগ ১-এর ফরাসি ক্লাব মোনাকো এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৬ সালে ইউরি তিলেমান্স | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইউরি তিলেমান্স | ||
জন্ম | ৭ মে ১৯৯৭ | ||
জন্ম স্থান | সিন্ট-পিতার্স-লেউ, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | মোনাকো | ||
জার্সি নম্বর | ১৭ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০২–২০১৩ | আন্ডারলেখট | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১৩–২০১৭ | আন্ডারলেখট | ১৩৯ | (২৬) |
২০১৭– | মোনাকো | ২১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১২–২০১৩ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ | ৪ | (২) |
২০১২–২০১৩ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ | ১০ | (৮) |
২০১৩– | বেলজিয়াম অনূর্ধ্ব-২১ | ১৪ | (৬) |
২০১৬– | বেলজিয়াম | ৭ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তাকে ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে পরিগণনা করা হয়ে থাকে।[1] তিনি ২০১৩ সালে, আন্ডারলেখটের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি ১৩৯ ম্যাচে ২৬টি গোল করেছেন। তিনি উক্ত ক্লাবের হয়ে ৪ মৌসুম অতিবাহিত করেন। তিনি দুইবার বেলজীয় প্রথম বিভাগ এ-এর ট্রফি জয়লাভ করেছেন। ২০১৭ সালে তিনি বছরের সেরা বেলজীয় পেশাদার ফুটবলার নির্বাচিত হন। তিনি হচ্ছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার, তিনি মাত্র ১৬ বছর ১৪৮ দিনে এই প্রতিযোগিতায় অভিষেক করেন।
তিলেমান্স বেলজিয়ামের যুব পর্যায়ের বেশ কয়েক পর্যায়ের হয়ে খেলেছেন। এবং ২০১৬ সালের নভেম্বর মাসে বেলজিয়াম জাতীয় দলের হয়ে অভিষেক করেন, তখন তিনি মাত্র ১৬ বছর বয়সী ছিলেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৫ সালের জুন মাসে, তিলেমান্স ২০১৬ উয়েফা ইউরোর বাছাইপর্বে ওয়েলসের বিরুদ্ধে খেলার জন্য সর্বপ্রথম বেলজিয়াম জাতীয় দল হতে ডাক পান।[2] অবশেষে তিনি ২০১৬ সালের ৯ই নভেম্বর তারিখে, তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেলজিয়ামের হয়ে অভিষেক করেন, উক্ত ম্যাচে বেলজিয়াম ১–১ ড্র করে। তিনি উক্ত খেলার ৮২তম মিনিটে স্তেভেন দেফরের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।[3]
তথ্যসূত্র
- Tighe, Sam (৩০ অক্টোবর ২০১৪)। "Top 100 European Football Prospects Aged Under 21"। Bleacher Report। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫।
- "Belgium's Marouane Fellaini out of Wales tie"। BBC। ১০ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- "Netherlands 1-1 Belgium"। BBC Sport। ১০ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
- National-Football-Teams.com-এ "Tielemans, Youri" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।
- "Youri Tielemans"। European Football। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইউরি তিলেমান্স সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বেলজীয় এফএ-এ ইউরি তিলেমান্স
- ইউরি তিলেমান্স – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
টেমপ্লেট:এএস মোনাকো এফসি দল