ইংরেজ গৃহযুদ্ধ

ইংরেজ গৃহযুদ্ধ ১৬৪২ থেকে ১৬৫১ সালের মধ্যে সংগঠিত কয়েকটি ধারাবাহিক যু্দ্ধের নাম। এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল ইংরেজ রাজতন্ত্রবাদী আর সংসদীয় শাসনবাদীদের মধ্যে। ইংল্যান্ডের সরকার ব্যবস্থায় রাজতান্ত্রিকতা অব্যাহত থাকবে না সংসদীয় শাসনব্যবস্থায় রূপ নেবে এই ছিল এই সামরিক বিরোধের মূল কারণ। প্রথম যুদ্ধ (১৬৪২-৪৬)এবং দ্বিতীয় যুদ্ধ (১৬৪৮-৪৯) সংগঠিত হয় রাজা প্রথম চার্লস এবং লং পর্লামেন্ট এর মধ্যে। তৃতীয় যুদ্ধ (১৬৪৯-৫১) সংগঠিত হয় রাজা দ্বিতীয় চার্লস এবং রাম্প পার্লামেন্ট এর মধ্যে। ৩ সেপ্টেম্বর ১৬৫১ সালে ওরচেস্টারের যুদ্ধের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। যুদ্ধে রাজতন্ত্রবাদীরা পরাজিত হয়।

ইংরেজ গৃহযুদ্ধ
মূল যুদ্ধ: তিন রাজ্যের মধ্যকার যুদ্ধ এর অংশ

রাউন্ডহেড পার্লামেন্টারিয়ানদের বিজয় নিউ মডেল আর্মি Royalist ১৪ জুন ১৬৪৫ সালে যুদ্ধরত সেনাবাহিনী Battle of Naseby
তারিখ২২ আগষ্ট ১৬৪২ থেকে ৩ সেপ্টেম্বর ১৬৫১ (৯ বছর ১ সপ্তাহ ৫ দিন)
অবস্থানযুক্তরাজ্য
ফলাফল

পার্লামেন্টারিয়ানদের জয়।

  • রাজা প্রথম চার্লস এর মৃত্যুদন্ড।
  • তার পুত্র দ্বিতীয় চার্লস এর নির্বাসন।
  • ব্রিটিশ প্রজাতন্ত্রের জন্ম।
যুধ্যমান পক্ষ
রাজতন্ত্রবাদী সংসদীয় শাসনবাদী
সেনাধিপতি
  • রাজা প্রথম চার্লস  
  • যুবরাজ র‌্যুপার্ড অব রাইন
  • দ্বিতীয় চার্লস
  • তৃতীয় আর্ল অব এসেক্স
  • টমাস ফ্যায়ারিফাক্স
  • অলিভার ক্রমওয়েল
হতাহত ও ক্ষয়ক্ষতি
৫০,০০০[1] ৩৪,০০০[1]
১,২৭,০০০ জনের মৃত্যু (৪০,০০০ জন বেসামরিক ব্যক্তি সহ) [2]
টেমপ্লেট:Campaignbox ব্রিটিশ গৃহযুদ্ধ

এই যুদ্ধের ফলাফল ছিল তিনটি। রাজা প্রথম চার্লস এর মৃত্যুদন্ড। তার পুত্র দ্বিতীয় চার্লস এর নির্বাসন। এবং ব্রিটিশ রাজতন্ত্রের পরিবর্তন। এই যুদ্ধের ফলে সাংবিধানিক ভাবে এই ঘোষণা আসল যে, ব্রিটিশ রাজ পার্লামেন্টের মতামত ছাড়া রাজ্য শাসন করতে পারবেন না।

তথ্যসূত্র

  1. "ENGLISH CIVIL WARS"History.com। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৪
  2. Second and third English Civil Wars, "While it is notoriously difficult to determine the number of casualties in any war, it has been estimated that the conflict in England and Wales claimed about 85,000 lives in combat, with a further 127,000 noncombat deaths (including some 40,000 civilians)."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.