আসিমো

আসিমো (ইংরেজি: ASIMO; জাপানি: アシモ ashimo) একটি মানবসদৃশ রোবোট। জাপানের মটর নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ইহা নির্মাণ করে। ২০০০ সালে হোন্ডা সর্বপ্রথম আসিমো নিমাণ করে। আসিমো নিমার্নের প্রধান উদ্দেশ্য ছিল 'মানুষের মত তৈরী করে মানুষকে সাহায্য করা।' আসিমোর ইংরেজি প্রতিলিপি হচ্ছে ASIMO যার পূর্ণরুপ হচ্ছে "Advanced Step in InnovativeMObility"।[1] মানুষের মত দেখতে এই রোবটটির উচ্চতা ৪ ফিট ৩ ইঞ্চি এবং ওজন হচ্ছে ১১৯ পাউন্ড। আসিমো প্রতি ঘন্টায় ৬ কিলোমিটার বেগে দৌড়াতে পারে।[1]

হোন্ডা আসিমো
আসিমো (৪/২৮/২০১১)
প্রস্তুতকারকহোন্ডা
নির্মাণের বছর২০০০
ওয়েবসাইটhttp://asimo.honda.com/
আসিমো

তথ্যসূত্র

  1. Kornblum, Janet (২২ নভেম্বর ২০০০)। "Meet Honda's ASIMO, a helpful Mr. Roboto"USA Today। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.