আশরাফুন্নেছা মোশাররফ
আশরাফুন্নেছা মোশাররফ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারী সংরক্ষিত আসন মনোনীত সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি ছিলেন।[1]
আশরাফুন্নেছা মোশাররফ | |
---|---|
সংসদ সদস্য | |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা
আশরাফুন্নেছা মোশাররফ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন।.[2] ২০০৯ সালে মহিলা সংরক্ষিত আসন থেকে তিনি নির্বাচিত হন।[3] তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[4] ২০০৩ সালের ১২ জুলাই তিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন।[5]
পারিবারিক জীবন
আশরাফুন্নেছার ডা. মোশাররফ হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তার স্বামী সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন। দেশের জন্য কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। আশরাফুন্নেছা তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।[6]
মৃত্যু
আশরাফুন্নেছা মোশাররফ ১৮ জানুয়ারী ২০১৯ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।[6]
তথ্যসূত্র
- "PM mourns ex-Mohila Awami League president's death"। Dhaka Tribune। ১৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Ex-Mohila AL president Ashrafunnesa dies"। Kaler Kantho। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- "45 woman MPs elected"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Ex-Mohila AL president Ashrafunnesa passes away"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- Hossain, Kazi Mobarak। "No council, change in leadership for over a decade in four Awami League affiliates"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- "মহিলা আ.লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা আর নেই"। www.banglatribune.com। সংগ্রহের তারিখ ১১ মে, ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)