আলোর গতিবেগ

আলোর দ্রুতি বলতে শুন্য মাধ্যমে আলোর দ্রুতিকে বোঝায়। আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সকল পর্যবেক্ষকের জন্য এই দ্রুতির মান একই।

সর্যের আলো পৃথিবীতে পৌছতে প্রায় ৮ মিনিট, ১৯ সেকেন্ড সময় লাগে।
প্রকৃত মান
মিটার/সেকেন্ড ২৯৯,৭৯২,৪৫৮
প্লাংক একক
আসন্ন মান
কিলোমিটার/সেকেন্ড ৩০০,০০০
কিলোমিটার/ঘণ্টা ১,০৭৯,০০০,০০০
মাইল/সেকেন্ড ১৮৬,০০০
মাইল /ঘণ্টা ৬৭১,০০০,০০০
জ্যোর্তিবিজ্ঞান একক/দিন ১৭৩
আলোর ভ্রমণ সময়কালের আসন্নমান
দূরত্ব সময়
এক ফুট ১.০ ন্যানোসেকেন্ড
এক মিটার ৩.৩ ন্যানোসেকেন্ড
এক কিলোমিটার ৩.৩ মাক্রোসেকেন্ড
এক statute মাইল ৫.৪ মাক্রোসেকেন্ড
from the geostationary orbit to Earth ১১৯ মিলিসেকেন্ড
পৃথিবীর বিষবীয় দৈঘ্য ১১৯ মিলিসেকেন্ড
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ১.৩ সেকেন্ড
সর্যের থেকে পৃথিবী দূরত্ব (১ জ্যোর্তিবিজ্ঞান একক) ৮.৩ মিনিট
এক পারসেক ৩.২৬ বছর
from Alpha Centauri to Earth ৪.৪ বছর
across the Milky Way ১০০,০০০ বছর
from the Andromeda Galaxy to Earth ২,৫০০,০০০ বছর

এই দ্রুতিটি প্রকৃতির দ্রুতি-সীমা, অর্থাৎ কোন ভর-বিশিষ্ট পদার্থের দ্রুতি এর থেকে বেশি হতে পারে না। আবার, কোন ভরবিহীন কনিকার বেগ (দ্রুতি অর্থে) সব সময় এই দ্রুতির সমান। তাই এটা প্রকৃতির মৌলিক একটি ধ্রুবক, এর গুরুত্ব কেবল আলোর আচরণ ব্যাখ্যা করায় নয়, বরং স্থান-কালের গঠন বর্ণনায়।

মান

SI এককের সংজ্ঞা অনুসারে আলোর দ্রুতি প্রতি সেকেন্ডে ২৯৯,৭৯২,৪৫৮ মিটার (বস্তুত এটা মিটারের আধুনিক সংজ্ঞা)। সাধারণভাবে এর মান ৩১০ ধরা হয়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.