আলী আবদুল্লাহ সালেহ
আলী আবদুল্লাহ সালেহ (টেমপ্লেট:Audio-ar, ʿAlī ʿAbdullāh Ṣāliḥ; ২১ মার্চ ১৯৪২[2] – ৪ ডিসেম্বর ২০১৭) হলেন ইয়েমেনের প্রথম রাষ্ট্রপতি।
আলী আবদুল্লাহ সালেহ | |
---|---|
![]() | |
ইয়েমেনের ১ম রাষ্ট্রপতি* | |
কাজের মেয়াদ ২২ মে ১৯৯০ – ২৫ ফেব্রুয়ারি ২০১২** | |
প্রধানমন্ত্রী | হায়দার আবু বকর আল-আত্তাস মুহাম্মাদ সাইদ আল-আত্তার আবদুল আজিজ আবদুল ঘানি ফারাজ সাইদ বিন ঘানেম আবদ আল-করিম আল-ইরয়ানি আবদুল কাদির বাজামাল আলী মুহাম্মাদ মুজাওয়ার মোহাম্মেদ বাসিনদাওয়া |
উপরাষ্ট্রপতি | আলী সালেম আল বাইদ (প্রেসিডেন্সিয়াল কাউন্সিল-এর উপ-প্রধান) আবদরাব্বুহ মনসুর হাদী |
পূর্বসূরী | স্বয়ং (উত্তর ইয়েমেনের রাষ্ট্রপতি) হায়দার আবু বকর আল-আত্তাস (দক্ষিণ ইয়েমেনের রাষ্ট্রপতি |
উত্তরসূরী | আবদরাব্বুহ মনসুর হাদী |
উত্তর ইয়েমেনের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১৮ জুলাই ১৯৭৮ – ২২ মে ১৯৯০ | |
প্রধানমন্ত্রী | আবদুল আজিজ আবদুল ঘানি আবদ আল-করিম আল-ইরয়ানি আবদুল আজিজ আবদুল ঘানি |
উপরাষ্ট্রপতি | আবদুল করিম আবদুল্লাহ আল-আরাশি |
পূর্বসূরী | আবদুল করিম আবদুল্লাহ আল-আরাশি |
উত্তরসূরী | স্বয়ং (ইয়েমেনের রাষ্ট্রপতি) |
ইয়েমেনের উপ-রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২৪ জুন ১৯৭৮ – ১৮ জুলাই ১৯৭৮ | |
রাষ্ট্রপতি | আবদুল করিম আবদুল্লাহ আল-আরাশি |
পূর্বসূরী | আবদুল করিম আবদুল্লাহ আল-আরাশি |
উত্তরসূরী | আবদুল করিম আবদুল্লাহ আল-আরাশি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাইত এল-আহমার, সানা জেলা, ইয়েমেন রাজ্য | ২১ মার্চ ১৯৪২
মৃত্যু | ৪ ডিসেম্বর ২০১৭ ৭৫) সানার বহিরাংশে, ইয়েমেন | (বয়স
রাজনৈতিক দল | জেনারেল পিপলস্ কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | আসামা সালেহ |
সন্তান | আহমেদ এবং অন্যান্য |
ধর্ম | জাইদী শিয়া ইসলাম[1] |
সামরিক পরিষেবা | |
কাজের মেয়াদ | ১৯৫৮–২০১৭ |
পদ | ফিল্ড মার্শাল |
যুদ্ধ | উত্তর ইয়েমেনের গৃহযুদ্ধ ইয়েমেনের গৃহযুদ্ধr (১৯৯৪) ইয়েমেনের বিপ্লব সানার যুদ্ধ (২০১৪) ইয়েমেনের গৃহযুদ্ধ (২০১৫–বর্তমান) সানার যুদ্ধ (২০১৭) |
*প্রেসিডেন্সিয়াল কাউন্সিল-এর প্রধান হিসাবে ১ অক্টোবর ১৯৯৪ পর্যন্ত **আবদরাব্বুহ মনসুর হাদী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪ জুন ২০১১ – ২৩ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত এবং পুনরায় ২৩ নভেম্বর ২০১১ – ২৫ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। |
জন্ম ও পারিবারিক পরিচিত
মৃত্যু
২০১৭ সালের ৪ ডিসেম্বর তারিখে সালেহ হুতি বিদ্রোহীদের হামলায় নিহত হন।[3]
তথ্যসূত্র
- المؤتمرنت (অক্টোবর ২০১৫)। "لقاء خاص للزعيم علي عبدالله صالح على قناة الميادين (فيديو)" (Arabic ভাষায়)। المؤتمرنت।
- There is a dispute as to Saleh's date of birth, some saying that it was on 21 March 1942. See: Downing, Terry Reese (১ নভেম্বর ২০০৯)। "Martyrs in Paradise"। AuthorHouse। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭ – Google Books-এর মাধ্যমে।. However, by Saleh's own confession, he was born in 1947.
- "ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত (ভিডিও)"। পার্সটুডে অনলাইন। ৪ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.