আলী আকবর (শিক্ষাবিদ)

ড. আলী আকবর (জন্ম: ১০ মার্চ ১৯৫০) একটি বাংলাদেশী একাডেমিক। [1] তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) বর্তমান উপাচার্য[2]

ড. আলী আকবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -এর উপাচার্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪ মে ২০১৫
পূর্বসূরীরফিকুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-03-10) ১০ মার্চ ১৯৫০
বগুড়া জেলা, পূর্ব বাংলা, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
আবারডিন বিশ্ববিদ্যালয়
পেশাবিশ্ববিদ্যালয় শিক্ষক ও অধ্যাপক

শিক্ষাজীবন

আকবর যথাক্রমে ১৯৭৫ এবং ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পশুপালন অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেছেন। এরপরে তিনি ১৯৭৭ সালে প্রাণী পুষ্টি বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি আবারডিন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

ড. আকবরকে ১৯৯৩ সালে তাকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। [1]

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূর্ববর্তী উপাচার্য মোঃ রফিকুল হকের পদত্যাগের পরে আকবরকে ২৫ মে ২০১৫ এ চার বছরের মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। [3]

তথ্যসূত্র

  1. "Prof Ali Akbar new BAU VC"newsbangladesh.com। ২৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬
  2. "Vice Chancellor"। bau.ac.bd। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬
  3. "Ali Akbar new BAU vice chancellor"The Daily Star। ২৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.