আলিরাজপুর

আলিরাজপুর (ইংরেজি: Alirajpur) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ঝাবুওয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

আলিরাজপুর
শহর
আলিরাজপুর
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৮′১৯″ উত্তর ৭৪°২১′৯″ পূর্ব
দেশ ভারত
রাজ্যমধ্য প্রদেশ
জেলাঝাবুওয়া
জনসংখ্যা (২০০১)
  মোট২৫,১৬১
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে আলিরাজপুর শহরের জনসংখ্যা হল ২৫,১৬১ জন।[1] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৬৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আলিরাজপুর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.