আলিফ লায়লা
আলিফ লায়লা (হিন্দি: अलिफ लैला; উর্দু: اَلف لَیلیٰ) হল আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। সাগর ফিল্মস এটি নির্মাণ করে। দুটি আলাদা মৌসুমে টেলিভিশন ধারাবাহিকটি নির্মাণ হয়। প্রথম মৌসুমটি ডিডি ন্যাশনাল (দুরদর্শন ন্যাশনাল) চ্যানেলে প্রচারিত হয় এবং দ্বিতীয় মৌসুমটির প্রচার হয় পাকিস্তানের এ.আর.ওয়াই. ডিজিটাল চ্যানেলে। ব্যাপক জনপ্রিয়তার কারণে পরবর্তীতে ধারাবাহিকটির বাংলাদেশেও বাংলা ভাষায় ডাব করে সম্প্রচার শুরু হয় বিটিভি এবং একুশে টেলিভিশনে। যা রীতিমত দর্শক সাফল্য পায়। ২০১২ সালে ভারতীয় চ্যানেল "ধামাল টিভি" এর পঞ্চম সম্প্রচার শুরু করে। বর্তমানে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল গাজী টিভি (জিটিভি) নিয়মিতভাবে প্রতি শনিবার থেকে বুধবার রাত ৮ টা ৩০ মিনিটে এবং প্রতি বৃহস্পতিবার রাত ৭ টা ৪৫ মিনিটে এই ধারাবাহিকটি বাংলায় প্রচার করছে।
আলিফ লায়লা | |
---|---|
![]() | |
আরও যে নামে পরিচিত | অ্যারাবিয়ান নাইটস্ |
ধরণ | রূপকথা, দুঃসাহসিক, অ্যাকশন, নাট্য |
নির্মাতা | সাগর এন্টারটেনমেন্ট লিমিটেড |
রচনা | রামানন্দ সাগর |
পরিচালক |
|
সৃজনশীল পরিচালক(বৃন্দ) | মুকেশ কালোলা |
অভিনয়ে |
|
আবহ সঙ্গীত রচয়িতা | রবীন্দ্র জৈন |
উদ্বোধনী সঙ্গীত | কৃষ্ণ এম. গুপ্ত |
সমাপনী সঙ্গীত | কৃষ্ণ এম. গুপ্ত |
রচয়িতা | রবীন্দ্র জৈন |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | |
মৌসুম সংখ্যা | ২ |
পর্বসংখ্যা | ২৬০ |
নির্মাণ | |
প্রযোজক | সুভাষ সাগর |
সম্পাদক |
|
চলচ্চিত্রকার |
|
ব্যাপ্তিকাল | ২৩ মিনিট (প্রায়) |
সম্প্রচার | |
মূল চ্যানেল | ডিডি ন্যাশনাল |
ছবির ফরম্যাট | 480i ৪:৩ (এসডিটিভি) |
প্রথম প্রদর্শন | ১৯৯৩ |
মূল প্রদর্শনী | ১৯৯৭ – বর্তমান |
বহিঃসংযোগ | |
নির্মাতার ওয়েবসাইট |
গল্পসমূহ
- বাদশাহ শাহরিয়ার ও তার বিবি শাহরাজাদের গল্প থেকে প্রস্তাবনা।
আলিফ লায়লার ২য় মৌসুমের প্রচার শুরু হয় একুশে টিভিতে। পরে একুশে টিভি বন্ধ হয়ে গেলে অবশিষ্ট অংশ বিটিভিতে শেষ হয়।
- খলিফা হারুন অর রশিদের রাত্রিকালীন সফর
- খলিফার ন্যায়বিচার,
- অন্ধ ফকির জামাল ও সাহারাই দরবেশের গল্প
- জিশান ও সোফান ইজবার গল্প
- খাজা হাসান খাবালের গল্প
- দুই ভাই জালাল ও বেলাল
- তিন কলন্দর
- শাহজাদা আফাত ও ফিরোজা বনাম ফিরোজ বক্স
- সিন্দাবাদের ৪ খুলি অভিযান
- খলিফা হারুন অর রশিদের রাত্রিকালীন সফর
- বাদশাহ শাহরিয়ার ও বিবি শাহরাজাদের গল্পের উপসংহার
পুরস্কার
আলিফ লায়লা'' ভারত সিনে-গোয়েরস একাডেমী দ্বারা ভূষিত সর্বাধিক বিশিষ্ট টিভি সিরিয়াল বিজয়ী।[2]
তথ্যসূত্র
- "Jalal Talib Aur Malika Hamira"। ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪।
- "Alif Laila at Sagar Arts Website"। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।