আলাদিন (২০১৯-এর চলচ্চিত্র)

আলাদিন হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি সঙ্গীতধর্মী কাল্পনিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গাই রিচি, যিনি জন অগাস্টের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন। এটি ওয়াল্ট ডিজনি পিকচার্সের প্রযোজনায় ১৯৯২ সালের একই নামের চলচ্চিত্রের ওপর ভিত্তি করে নির্মিত।[1] চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন উইল স্মিথ, মীনা মাসুদ, নাওমি স্কট, মারওয়ান কেনজারি, নাভিদ নেঘাবান, নাসিম পেদরাদ এবং বিলি ম্যাগনুসেন। চলচ্চিত্রটি রাস্তায় বসবাসকারী একজন বালক আলাদিনকে নিয়ে কেন্দ্রিত। যিনি রাজকুমারী জেসমিনের প্রেমে পড়েন, জিনি নামক এক ইচ্ছাপূরণকারী দৈত্যের সাথে বন্ধুত্ব করেন এবং ষড়যন্ত্রকারী জাফরের হাত থেকে রাজ্যকে রক্ষা করেন।

আলাদিন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকগাই রিচি
প্রযোজক
  • ড্যান লিন
  • জোনাথন এইরিচ
চিত্রনাট্যকার
  • জন অগাস্ট
  • গাই রিচি
উৎস
শ্রেষ্ঠাংশে
  • উইল স্মিথ
  • মিনা মাসউদ
  • নওমি স্কট
  • মারওয়ান কেনজারি
  • নাভিদ নেঘাবান
  • নাসিম পেদরাদ
  • বিলি ম্যাগনুসেন
সুরকারঅ্যালান মেনকেন
চিত্রগ্রাহকঅ্যালান স্টুয়ার্ট
সম্পাদকজেমস হার্বাট
প্রযোজনা
কোম্পানি
  • ওয়াল্ট ডিজনি পিকচার্স
  • রাইডব্যাক
  • মার্ক প্ল্যাট প্রোডাকশনস
পরিবেশকওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স
মুক্তি
  •  মে ২০১৯ (2019-05-08) (গ্রান্ড রেক্স)
  • ২৪ মে ২০১৯ (2019-05-24) (যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১২৮ মিনিট[6]
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৮৩ মিলিয়ন[7]
আয়US$১.০৫০ বিলিয়ন[7]

২০১৬ সালের অক্টোবরে ডিজনি ঘোষণা করে যে, গাই রিচি আলাদিন চলচ্চিত্রের পুনঃনির্মাণ করবেন। ২০১৭ সালের জুলাইয়ে দৈত্য চরিত্রে অভিনয় করা স্মিথ দৃশ্যধারণে সর্বপ্রথম যোগদান করেন এবং এরপরের মাসে দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মাসুদস্কটকে নিশ্চিত করা হয়। ইংল্যান্ডের লংক্রস স্টুডিওজে এর মূল দৃশ্যধারণ শুরু হয় ঐ বছরের সেপ্টেম্বরে, এছাড়াও ২০১৮ সালের জানুয়ারির পূর্ব পর্যন্ত জর্ডানের ওয়াদি রাম মরুভূমিতেও দৃশ্যধারণ করা হয়েছিল।

তথ্যসূত্র

  1. Arafat A. Razzaque, 'Who “wrote” Aladdin? The Forgotten Syrian Storyteller', Ajam Media Collective (September 14, 2017).
  2. Horta, Paulo Lemos (২০১৮)। Aladdin: A New TranslationLiveright Publishing। পৃষ্ঠা 8–10। আইএসবিএন 9781631495175। সংগ্রহের তারিখ মে ২৩, ২০১৯
  3. Nun, Katalin; Stewart, Dr Jon (২০১৪)। Volume 16, Tome I: Kierkegaard's Literary Figures and Motifs: Agamemnon to Guadalquivir। Ashgate Publishing, Ltd.। পৃষ্ঠা 31।
  4. Aladdin and the Magic Lamp was authored by Hanna Diyab,[2][3] and was added to the One Thousand and One Nights by Antoine Galland, appearing in his French translation Les mille et une nuits.[4]
  5. "Aladdin (2019)"British Board of Film Classification। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৯
  6. "Aladdin (2019)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ আগস্ট ৬, ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.