আল-আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ
আল-আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ (আরবি: العقيدة الواسطية) বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ও মুজাদ্দিদ ইবনে তাইমিয়াহ রহঃ লিখিত আক্বীদাহ সংক্রান্ত একটি বিখ্যাত গ্রন্থ। লেখকের আকিদাহ সংক্রান্ত অন্যান্য কাজগুলোর চেয়ে এই গ্রন্থটিকে সেরা এবং সহজবোধ্য বলা হয়।[1] সালাফি আন্দোলনে এই গ্রন্থের বিশেষ গুরুত্ব রয়েছে। সালাফিরা এই গ্রন্থটি মুতাজিলাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে গ্রহণ করে। ইবনে তাইমিয়াহ রহঃ এই গ্রন্থ রচনার পর তার বিরুদ্ধবাদীদের দ্বারা বেশ সমালোচিত হয়েছিলেন।[2]
বইটির বিষয়বস্তু
বইটিতে ইসলামী বিশ্বাসের সবগুলো দিক আলোচনা করা হয় নি। বইটিতে কুরআন ও হাদীসে বর্ণীত আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। এছাড়া ঈমানের বিভিন্ন মাসআলা, আখিরাত, তাকদির, শাফায়াত, সাহাবী, আহলে বাইত ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে। বইটিতে তাওহীদুল উলুহিয়ার (উপাসনায় একত্ববাদ) বিষয়গুলো আলোচিত হয়নি।