আর্সেনিক বিষক্রিয়া
আর্সেনিক বিষক্রিয়া হলো আর্সেনিক বাহিত রোগ। মানবদেহে যখন আর্সেনিকের মাত্রা অনেক বেড়ে যায় তখন সে অবস্থাকে আর্সেনিক বিষক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘসময় ধরে আর্সেনিকযুক্ত পানি খেলে এই রোগের প্রাদুর্ভাব শরীরে দেখা যায়। জ্বর, বমি, মাথা ব্যথা, শরীরে অস্বাভাবিক ব্যথা, রক্ত আমাশয় এবং উদরাময়কে এ রোগের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আর্সেনিক বিষক্রিয়া | |
---|---|
![]() | |
পৃথিবীতে আর্সেনিক দূষণ কবলিত এলাকা | |
বিশেষায়িত ক্ষেত্র | বিষবিদ্যা |
উপসর্গ | তীব্র: বমি, তলপেট ব্যথা, watery উদরাময়[1] দীর্ঘস্থায়ী: মলিন ত্বক, কৃষ্ণসার ত্বক, ক্যান্সার[1] |
কারণসমূহ | আর্সেনিক[1] |
রোগনির্ণয় | মূত্র, রক্ত, or চুল পরীক্ষা[1] |
প্রতিরোধ | আর্সেনিকমুক্ত পানু পানি পান[1] |
চিকিৎসা | ডাইমারক্যাপ্টোসুসিনিক অ্যাসিড, ডায়মারক্যাপ্টোপ্রোপেন সালফোনেট[2] |
ব্যাপকতার হার | >২০০ মিলিয়ন[3] |
রোগের লক্ষণ এবং পূর্বলক্ষণ
কারণ
প্যাথোফিজিওলজি
রোগ শনাক্ত
চিকিৎসা
ইতিহাস
আরও দেখুন
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.