আর্নেস্ট কোহেন

আর্নেস্ট জুলিয়াস কোহেন ForMemRS[1] (৭ মার্চ ১৮৬৯ - ৫ মার্চ ১৯৪৪) ছিলেন একজন প্রখ্যাত ডাচ রসায়নবিদ। তিনি ১৮৯৩ সালে ফন্ট হফের সহকারী হন এবং ১৯০২ সালে অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়ে ১৯৩৯ সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত উট্রেচ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। কোহেনের গবেষণার ক্ষেত্র ছিরো তাপরসায়নবিদ্যা, গঠন ও সংযোগ, বিজ্ঞানের ইতিহাস প্রভৃতি। তিনি চারশ'রও বেশি গবেষনা কর্ম ও পুস্তক রচনা করেছেন।[2]

আর্নেস্ট কোহেন
জন্ম৭ মার্চ ১৮৬৯
আর্মস্টারডাম
মৃত্যু৫ মার্চ ১৯৪৪
অসউইটজ
কর্মক্ষেত্ররসায়ন
পিএইচডি উপদেষ্টাইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ
উল্লেখযোগ্য
পুরস্কার
রয়্যাল সোসাইটির ফেলো[1]

তিনি ১৯২৬ সালে রয়েল সোসাইটির একজন বৈদেশিক সদস্য হিসেবে নির্বাচিত হন[1]

মার্গিট স্লোজি-জ্যান্জ এর বই Science in the Third Reich থেকে জানা যায় যে, কোহেন "প্রথম বিশ্বযুদ্দের পরবর্তীকালে পশ্চিম ইউরোপের বিজ্ঞানীদের সাথে জার্মান সহকর্মীদের সম্পোর্কন্নয়নে অসামান্য অবদান রাখেন"[3]। তিনি ১৯৪৪ সালের ৫ মার্চ অসউইটজ কনসেনট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বার নিহত হন[3]

সাহিত্যকর্ম

  • "Jacobus Henricus van 't Hoff, his life and work", ১৯১২
  • "Impressions of the Land of Benjamin Franklin", ১৯২৮

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1948.0005, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.1948.0005 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1021/ed025p308, এর পরিবর্তে দয়া করে |doi=10.1021/ed025p308 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  3. Szöllösi-Janze, Margit (২০০১)। Science in the Third ReichBerg Publishers। পৃষ্ঠা 255। আইএসবিএন 978-1-85973-421-6।

বহি:সংযোগ

  • Weintraub, B. (2003). Tin Disease and Ernst Julius Cohen (1869-1944); Chemistry in Israel, Bull. Isr. Chem. Soc., Issue 9, Apr. 2002, p 31-32.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.