আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন
আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন একজন মার্কিন তড়িত প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।
আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন | |
---|---|
জন্ম | মিলাউকি, উইসকনসিন | ৮ মে ১৮৯৮
মৃত্যু | ১ এপ্রিল ১৯৭০ ৭১) | (বয়স
জাতীয়তা | United States |
প্রতিষ্ঠান | এমআইটি |
প্রাক্তন ছাত্র | লুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি অব মিউনিখ, এমআইটি, ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন |
পিএইচডি উপদেষ্টা | আর্নল্ড সমারফেল্ড |
পিএইচডি ছাত্ররা | Robert Fano Thomas Stockham William Linvill Samuel J. Mason[1] |
উল্লেখযোগ্য পুরস্কার | আইইইই মেডেল অব অনার (১৯৬১) IEEE James H. Mulligan, Jr. Education Medal (1962) |
জীবনী
গুইলেমিন ১৮৯৮ সালে উইসকন্সিনের গুইলেমিন জন্মগ্রহণ করেন। তিনি তড়িৎ প্রকৌশলে ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন থেকে ১৯২২ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং এমআইটি থেকে ১৯২৪ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি লুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি অব মিউনিখ থেকে ১৯২৬ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৮ সালে এমআইটি এর সহকারী অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৩৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৪৪ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৬১ সালে আইইইই মেডেল অব অনার এবং ১৯৬২ সালে আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল লাভ করেন।
তথ্যসূত্র
- Mason, Samuel। "On the Logic of Feedback (Doctoral Thesis)"। Dspace@MIT। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.