আর্থার কেলি

আর্থার কেলি (ইংরেজি: Arthur Cayley) (১৬ই আগস্ট, ১৮২১২৬শে জানুয়ারি, ১৮৯৫) একজন ব্রিটিশ গণিতবিদ। তিনি বিপরীত ম্যাট্রিক্সের ধারণাসহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন এবং এটা তিনি ১৮৫৩ খ্রিষ্টাব্দে প্রকাশ করেন। পরবর্তীতে তিনি ১৮৫৮ খ্রিষ্টাব্দে তার পত্রিকা “Memoir on the theory of Matrices” এ প্রথমে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। এ কারণে তাকে ম্যাট্রিক্স এর ”জনক” বলা হয়। বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ ১৯২৫ খ্রিষ্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন। গণিতে সমীকরণ জোটের সমাধান , পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে , উচ্চতর অর্থনীতিতে, ব্যবসায় গণিতে আয়-ব্যয় হিসাব বিনিয়োগ করতে হবে তা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সহজে নির্ণয় করা যায়।

আর্থার কেলি
Arthur Cayley
আর্থার কেলি
জন্ম১৬ই আগস্ট, ১৮২১
রিচমন্ড, সারি, যুক্তরাজ্য
মৃত্যু২৬শে জানুয়ারি, ১৮৯৫
কেমব্রিজ, যুক্তরাজ্য
বাসস্থান যুক্তরাজ্য
জাতীয়তা ব্রিটিশ
কর্মক্ষেত্রগণিতবিদ
প্রতিষ্ঠানকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাঅজানা
পিএইচডি ছাত্ররাএইচ এফ বেকার
অ্যান্ড্রু ফর্সাইথ
শার্লট স্কট
পরিচিতির কারণঅভিক্ষেপী জ্যামিতি
গ্রুপ তত্ত্ব
উল্লেখযোগ্য
পুরস্কার
কোপ্‌লি পদক (১৮৮২)

জীবনী

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.