আর্তুর জেদরেকজিক

আর্তুর মার্টিন জেদরেকজিক (জন্ম: ৪ নভেম্বর ১৯৮৭) হলেন একজন পোলিশ পেশাদার ফুটবলার, যিনি লেগিয়া ওয়ারশ এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আর্তুর জেদরেকজিক
২০১৩ সালে আর্তুর জেদরেকজিক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আর্তুর মার্টিন জেদরেকজিক
জন্ম (1987-11-04) ৪ নভেম্বর ১৯৮৭
জন্ম স্থান দেবিকা, পোল্যান্ড
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব লেগিয়া ওয়ারশ
জার্সি নম্বর ৫৫
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৫–২০০৬ ইগলুপল দেবিকা
২০০৬–২০১৩ লেগিয়া ওয়ারশ ৭১ (৩)
২০০৭–২০০৮জিকেএস জাস্টজেবি (ধার) ২৩ (০)
২০০৮–২০০৯ডলকান জাবকি (ধার) ২৮ (২)
২০১০করোনা কিয়েলসা (ধার) ১১ (১)
২০১৩–২০১৬ এফসি ক্রাসনোডার ৬০ (১)
২০১৬লেগিয়া ওয়ারশ (ধার) ১৬ (১)
২০১৭– লেগিয়া ওয়ারশ ২৬ (১)
জাতীয় দল
২০১০– পোল্যান্ড ৩৫ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার

২০১১ সালে আর্তুর জেদরেকজিক

২০০৬ সালের আগস্ট মাসে ইগলুপল দেবিকা হতে লেগিয়া ওয়ারশে যোগদান করেন। তিনি দুই মৌসুম ধারে নিম্নতর লীগে অতিবাহিত করেছেন, এবং পরবর্তীতে ২০০৯ সালে পুনরায় লেগিয়ায় ফিরে আসেন।

২০১০ সালের ৭ই আগস্ট তারিখে, এক প্রীতি ম্যাচে আর্সেনাল ফুটবল ক্লাবের বিরুদ্ধে তিনি হ্যাট্রিক করেন। উক্ত ম্যাচে তার দল ৫–৬ গোলে আর্সেনালের কাছে হেরে যায়।[1]

২০১৩ সালের ৩০শে মে তারিখে, তিনি এফসি ক্রাসনোডারের সাথে ৩ বছরের চুক্তি স্বাক্ষর করেন,[2] যেটি পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বরে আরো ২ বছরের জন্য বর্ধিত করেন।[3]

২০১৬ সালের ৩০শে ডিসেম্বর তারিখে, তিনি পুনরায় লেগিয়া ওয়ারশে ফিরে আসেন।[4]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১০ সালের ১২ই অক্টোবর তারিখে, তিনি ইকুয়েডর জাতীয় দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে পোল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক করেন। উক্ত খেলা ২–২ গোলে ড্র হয়েছিল।[5]

২০১৬ উয়েফা ইউরোয় তিনি পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেন, যেখানে তিনি ৫ ম্যাচে লেফট-ব্যাক হিসেবে খেলেছিলেন। তিনি তার লেগিয়া ওয়ারশ ক্লাবের খেলোয়াড়, মিহাল পাজদানের সাথে মিলে প্রতিরক্ষা গড়ে তুলেছিলেন।

তথ্যসূত্র

  1. Legia-Arsenal ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ অক্টোবর ২০১১ তারিখে, polishsoca.com
  2. "Archived copy"। ২০১৩-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-৩০
  3. Краснодар продлил контракт с Артуром Енджейчикомfckrasnodar.ru/ (Russian ভাষায়)। FC Krasnodar। ২ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫
  4. "ARTUR JĘDRZEJCZYK TO RETURN TO POLAND" (English ভাষায়)। FC Krasnodar। ৩০ ডিসেম্বর ২০১৬।
  5. Ekwador-Polska, 90minut.pl

বহিঃসংযোগ

টেমপ্লেট:লেগিয়া ওয়ারশ দল টেমপ্লেট:পোল্যান্ড দল ২০১৬ উয়েফা ইউরো


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.