আরব মুসলিম

আরব মুসলিম হচ্ছেন ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তিবর্গ যাদেরকে ভাষাভাষী, সাংস্কৃতিক, এবং জীনগতভাবে আরব জাতি হিসেবে সংজ্ঞায়িতকরা হয়। আরব মুসলিমরা প্রধানত অন্যদের তুলনায় মধ্য প্রাচ্যের সংখ্যাধিক্য জাতিগোষ্ঠী[1]

আরব মুসলিমরা প্রধানত মধ্য প্রাচ্যের জাতিগোষ্ঠীদের মধ্যে সংখ্যাধিক্য।

আরব মুসলিমরা অনারবীয় মুসলিমদের মাওয়ালি (আরবি: موالي) নামে ডাকে।[2] এতিহাসবিদ হাগ সেটন-ওয়াটসন বিতর্ক করেন যে সমগ্র মুসলিমদের তুলনায় আরব মুসলিমদের মধ্যে একতাবদ্ধ ঐতিহাসিকভাবে সুদৃঢ় হয়েছে, কেননা অনেকের ধারণা শুধুমাত্র আরব মুসলিমরাই প্রকৃত মুসলিম।[3]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Peter Haggett (২০০১)। Encyclopedia of World Geography1Marshall Cavendish। পৃষ্ঠা 2122। আইএসবিএন 0-7614-7289-4।
  2. Abbas Ali (২০০৫)। Islamic Perspectives on Management and OrganizationEdward Elgar Publishing। পৃষ্ঠা 75। আইএসবিএন 184376766X।
  3. Hugh Seton-Watson (১৯৭৭)। Nations and States: An Enquiry into the Origins of Nations and the Politics of NationalismTaylor & Francis। পৃষ্ঠা 270–1। আইএসবিএন 0416768105।

গ্রন্থপঞ্জি

  • Ankerl, Guy (২০০০)। Coexisting Contemporary Civilizations: Arabo-Muslim, Bharati, Chinese, and Western। Geneva: INU Press। আইএসবিএন 2-88155-004-5।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.