আরদেশির ইরানি
আরদেশির ইরানি (ডিসেম্বর ৫, ১৮৮৬ - অক্টোবর ১৪, ১৯৬৯)[1] ভারতীয় নির্বাক এবং সবাক চলচ্চিত্রের শুরুর দিককার একজন লেখক, পরিচালক, প্রডিউসার, অভিনেতা, চলচ্চিত্র পরিবেশক এবং সিনেমাটোগ্রাফার। তিনি হিন্দি, ইংরেজি, জার্মান, ইন্দোনেশীয়, ফার্সি, উর্দু এবং তামিল ভাষায় চলচ্চিত্র নির্মাণের জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি একজন সফল উদ্যোক্তা, যিনি চলচ্চিত্র থিয়েটার, একটি গ্রামোফোন এজেন্সি এবং একটি কার বা গাড়ির এজেন্সির মালিক ছিলেন।

আরদেশির ইরানি, (১৮৮৬ - ১৯৬৯)
ফিল্মোগ্রাফি
পরিচালক
- ১৯২২ : ভীর আভিমানিউ- নির্বাক চলচ্চিত্র
- ১৯২৪: ভীর দুর্গাধার - নির্বাক চলচ্চিত্র
- ১৯২৪: পাপ নো ফেজ - নির্বাক চলচ্চিত্র
- ১৯২৪: বোম্বে নি সেথানি/কল অফ সাতান - নির্বাক চলচ্চিত্র
- ১৯২৪: শাহজেহান - নির্বাক চলচ্চিত্র
- ১৯২৫: নারসিং ডাকু - নির্বাক চলচ্চিত্র
- ১৯২৫: নাভালশা হিরজি - নির্বাক চলচ্চিত্র
- ১৯২৭: ওয়াইল্ড ক্যাট অফ বোম্বে - নির্বাক চলচ্চিত্র
- ১৯৩১: আলম আরা - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র
- ১৯৩৭: কিসান কানাইয়া - প্রথম ভারতীয় রঙ্গিন চলচ্চিত্র
- ১৯৩৭: "কারলোস"
তথ্যসূত্র
- Ardeshir Irani www.downmelodylane.com.
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আরদেশির ইরানি (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.