আমুর নদী

আমুর নদী (ইংরেজি: Amur River; রুশ ভাষায়: река Аму́р; চীনা ভাষায়: 黑龙江) পূর্ব মধ্য এশিয়ার একটি নদী। শিল্কা ও আর্গুন নদীর মিলিত স্রোতধারায় এর উৎপত্তি। আমুর নদী দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে রাশিয়া ও গণচীনে প্রায় ১,৬১০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত গঠন করেছে। এরপর এটি উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়ে নিকোলাইয়েভ্‌স্ক-না-আমুরে শহরের কাছে তার্তারি প্রণালীতে পতিত হয়েছে। ২,৮৭৪ কিলোমিটার দীর্ঘ আমুর নদী বিশ্বের সবচেয়ে প্রধান নদীগুলির একটি। উপনদীগুলি গণনায় ধরে আমুর নদীব্যবস্থার মোট দৈর্ঘ্য ৪,৪১৬ কিলোমিটার। আমুরের সমগ্র দৈর্ঘ্য নৌপরিবহনের উপযোগী। শিল্কা উপনদীটি রাশিয়ার স্রেতেন্সক শহর পর্যন্ত নাব্য। শীতকালে ছয় মাস আমুর নদী নৌপরিবহনের উপযোগী থাকে না। এর প্রধান উপনদীগুলির মধ্যে আছে জেয়া, সোঙ্গুয়া, উসসুরি এবং বুরেয়া। নদীটি চীনে হেইলং জিয়াং নামে পরিচিত। এর তীরে অবস্থিত প্রধান চীনা শহরগুলি হল আহুই এবং তোংজিয়াং। অন্যদিকে আমুর তীরবর্তী প্রধান রুশ শহরগুলি হল ব্লাগোভেশ্চেন্সক, খাবোরভ্‌স্ক, কোমসোমোল্‌স্ক-না-আমুরে এবং নিকোলাইয়েভ্‌স্ক-না-আমুরে।

আমুর নদী
আমুর নদী (হেইলুং চিয়াং)
আমুর নদীবিধৌত অববাহিকার মানচিত্র
অন্য নামᠰᠠᡥᠠᠯᡳᠶᠠᠨ
ᡠᠯᠠ

sahaliyan ula টেমপ্লেট:Mnc icon
黑龙江 Hēilóng Jiāng (চীনা)
Аму́р, Amur (রুশ)
দেশ /রাষ্ট্ররাশিয়া, চীন
নগরীসমূহব্লাগভেশেনস্ক, হেইহো, তুংচিয়াং, খাবারভস্ক, আমুরস্ক, কমসোমলস্ক-না-আমুর, নিকোলাইয়েভস্ক-না-আমুর
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসওনোন নদী-শিলকা নদী
Khan Khentii Strictly Protected Area, Khentii Province, Mongolia
২,০৪৫ মি (৬,৭০৯ ফু)
৪৮°৪৮′৫৯″ উত্তর ১০৮°৪৬′১৩″ পূর্ব
২য় উৎসখের্লেন নদী-আর্গুন নদী
Ulaanbaatar, Khentii Province, Mongolia থেকে প্রায় ১৯৫ কিলোমিটার (১২১ মা) দূরত্বে
১,৯৬১ মি (৬,৪৩৪ ফু)
৪৮°৪৭′৫৪″ উত্তর ১০৯°১১′৫৪″ পূর্ব
মোহনাতার্তারি প্রণালী
Near Nikolaevsk-on-Amur, Khabarovsk Krai, Russia
 মি (০ ফু)
৫২°৫৬′৫০″ উত্তর ১৪১°০৫′০২″ পূর্ব
নদী ব্যবস্থাতার্তারি প্রণালী
অববাহিকার আকার১৮,৫৫,০০০ কিমি (৭,১৬,০০০ মা)[1]
শাখা-নদী
  • বামে:
    Shilka, Zeya, Bureya, Amgun
  • ডানে:
    Ergune, Huma, Songhua, Ussuri
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য২,৮২৪ কিমি (১,৭৫৫ মা)[1]
নিষ্কাশন
  • অবস্থান:
    মোহনা
  • সর্বনিম্ন হার:
    ৫১৪ মি/সে (১৮,২০০ ঘনফুট/সে)
  • গড় হার:
    ১১,৪০০ মি/সে (৪,০০,০০০ ঘনফুট/সে)
  • Maximum rate:
    ৩০,৭০০ মি/সে (১০,৮০,০০০ ঘনফুট/সে)

তথ্যসূত্র

  1. Muranov, Aleksandr Pavlovich; Greer, Charles E.; Owen, Lewis। "Amur River"Encyclopædia Britannica (online সংস্করণ)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.