আমি আর আমার গার্লফ্রেন্ডস
আমি আর আমার গার্লফ্রেন্ডস[1]) ২০১৩ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটির চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। অভিনয়ে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পার্ণো মিত্র, রাইমা সেন, বিক্রম চ্যাটার্জি, বিশ্বনাথ বসু, নীল মুখার্জি, অণুবর্ত বসু প্রমুখ।[3] তিনজন বাঙালি মেয়ের বন্ধুত্ব এবং তাদের নিজস্ব জগতের মধ্যে এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।[4][5][6]
আমি আর আমার গার্লফ্রেন্ডস | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | মৈনাক ভৌমিক |
প্রযোজক | আদিত্য প্রোডাকসন্স এ্যান্ড এন্টারটেনমেন্ট |
রচয়িতা | মৈনাক ভৌমিক |
চিত্রনাট্যকার | মৈনাক ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | গোপী ভগত |
সম্পাদক | রিক বসু |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | প্রিয়া এন্টারটেনমেন্ট |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | $৬,০০০,০০০[2] |
অভিনয়ে
- স্বস্তিকা মুখোপাধ্যায় – শ্রী
- রাইমা সেন – প্রীনিতা
- পার্ণো মিত্র – রিয়া
- বিক্রম চট্টোপাধ্যায় – বিক্রম চ্যাটার্জি
- বিশ্বনাথ বসু
- সুজন মুখার্জি – সুজন মুখার্জি
- অনুব্রত বসু
- অণুশুয়া মজুমদার
- বরুণ চন্দ
- দেবপ্রসাদ হালদার
- বিক্রমজিৎ চৌধুরী
- সন্ধিতা চট্টোপাধ্যায়
- রাই সেনগুপ্ত গাঙ্গুলি
- রঞ্জন রায়চৌধুরী – রঞ্জন রায়চৌধুরী
- নীল মুখার্জি
আরও দেখুন
তথ্যসূত্র
- "মুক্তির তথ্য"। imdb.com। আইএমডিবি। ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
- "বক্স অফিস"। imdb.com। আইএমডিবি। ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
- "আমি আর আমার গার্লফ্রেন্ডস"। imdb.com। আইএমডিবি। ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
- "Ami Aar Amar Girlfriends: India's first chick flick"। DNA India। ভারত। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
- "Ami Aar Amar Girlfriends focuses on female bonding"। হিন্দুস্তান টাইমস। ভারত। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
- দোলা মিত্র (জুন ১০, ২০১৩)। "আমি আর আমার গার্লফ্রেন্ডস"। আউটলুক ইন্ডিয়া। ভারত। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.