আমর ইবনে হিশাম
আমর ইবনে হিশাম বেশিরভাগক্ষেত্রে পরিচিত আবু জেহেল ছিলেন মক্কার একজন বহুঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তিপূজারী কুরাইশ নেতা| তিনি ছিলেন ইসলাম ধর্মের ঘোরবিরোধী| নবী মুহাম্মদ (সাঃ) এর নবুয়াত ও ইসলাম প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি ইসলামের ঘোর বিরোধিতা ও মুসলমানদের অকথ্য নির্যাতন শুরু করেন|<<তথ্যসূত্র?>> ইসলামের প্রথম মহিলা শহীদ সাহাবী সুমাইয়া(রাঃ) ইসলাম গ্রহণের অপরাধে তার হাতেই নিহত হন|
মৃত্যু
আমর ইবনে হিশাম বা আবু জাহল বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসুদ(রাঃ) কর্তৃক নিহত হন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.