আবু বকর সিদ্দিকী (বিচারক)
আবু বকর সিদ্দিকী '' বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপিল বিভাগের বিচারক [1]।
আবু বকর সিদ্দিকী | |
---|---|
ঢাকা [[হাইকোর্ট বিভাগ]] | |
কাজের মেয়াদ ৩০ জুন ২০০৯ – ২৮ জুলাই ২০২১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৯ জুলাই ১৯৫৪ |
জাতীয়তা | বাংলাদেশী |
পিতামাতা | আবদুল গুফুর মোল্লা (পিতা) নূর জাহান বেগম (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
জীবিকা | বিচারক |
শিক্ষা
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএল বি পাশ করেন।
কর্মজীবন
৩০.০৬.২০০৯ এ হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে উন্নীত হন এবং একই বিভাগের স্থায়ী বিচারক নিযুক্ত হন ০৬.০৬.২০১১।
০৯.১০.২০১৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর বিচারক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। [2][3]
তথ্যসূত্র
- "বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারকদের তালিকা"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- "আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের পরিচয়"। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- "বিচারকদের নানা অপ্রাপ্তির বেদনা ঘুচানোর আশ্বাস প্রধান বিচারপতির"। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.