আবদুল মোমেন খান
আবদুল মোমেন খান ( আনু. ১৯১৯ - ১২ ডিসেম্বর ১৯৮৪) বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2]
আবদুল মোমেন খান | |
---|---|
![]() | |
খাদ্য মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ২৯ জুন ১৯৭৮ – ১৫ এপ্রিল ১৯৭৯ | |
সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯১৯ ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া |
মৃত্যু | ১২ ডিসেম্বর ১৯৮৪ ৬৪–৬৫) | (বয়স
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | আব্দুল মঈন খান |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
শিক্ষা ও কর্মজীবন
আবদুল মোমেন খান ১৯৪১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন এবং ১৯৪২ সালে কলিকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে অনুষদের সদস্য হিসাবে যোগদান করেন। ১৯৫৪ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন।[1]
আবদুল মোমেন খান লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৭৮-৭৯ সালে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[1]
আবদুল মোমেন খান ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1]
তথ্যসূত্র
- Islam, Sirajul (২০১২)। "Khan, Abdul Momen"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.